Tarpana Customs To Follow

নদী বাদে বাকি জলাশয়ে কি তর্পণ করা যায় না? এই আচার পালনের সঠিক নিয়মগুলি জানা আছে তো?

তর্পণ পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি সঠিক উপায়ে পালন না করলে পূর্বপুরুষেরা তুষ্ট হওয়ার বদলে রুষ্ট হতে পারেন। জেনে নিন সেগুলি কী।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৮
Share:

—প্রতীকী ছবি।

৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। ২১ সেপ্টেম্বর পিতৃপক্ষের অবসান ঘটবে এবং শুরু হবে দেবীপক্ষ। হিন্দু ধর্মে পিতৃপক্ষের ১৫ দিন পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ পালনের রীতি প্রচলিত রয়েছে। তর্পণ করার অর্থ হল মৃত পুরুষদের উদ্দেশে জলদান করা। তাঁদের আত্মার শান্তি কামনা করা। পিতৃপক্ষের যে কোনও দিনই তর্পণ করা যায়। তবে মহালয়ার দিনটিই তর্পণ করার জন্য শ্রেষ্ঠ হিসাবে গণ্য করা হয়। তর্পণ পালনের বিশেষ কিছু নিয়ম রয়েছে। সেগুলি সঠিক উপায়ে পালন না করলে পূর্বপুরুষেরা তুষ্ট হওয়ার বদলে রুষ্ট হতে পারেন। জেনে নিন সেগুলি কী।

Advertisement

তর্পণ পালনের সঠিক নিয়মগুলি কী কী?

  • অনেকেই মনে করেন যে কেবল নদীতেই তর্পণ করা যায়। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। শাস্ত্রমতে, যে কোনও জলাশয়ে তর্পণ করা যেতে পারে।
Advertisement
  • তর্পণ পালন করার আগে স্নান সেরে নেওয়া আবশ্যিক। পুকুর বা গঙ্গা, যেখানে তর্পণ করবেন সেখানেই স্নান সারতে হবে।
  • স্নান সেরে ওঠার পর পূর্ব দিকে মুখ করে নাভি পর্যন্ত জলে ডুবিয়ে দাঁড়াতে হবে। মাথায় পরতে হবে মাটির তিলক।
  • হাতের অনামিকা আঙুলে আংটির ভঙ্গিমায় কুশ পরতে হবে।
  • হাতে কোশা নিয়ে পূর্বপুরুষদের নাম স্মরণ করে বিষ্ণু মন্ত্র পাঠ করতে করতে পূর্বপুরুষদের উদ্দেশে তিন বার জল দান করতে হবে। জলের মধ্যে কালো তিল মেশানো আবশ্যিক। এ ছাড়াও তুলসীপাতা, ফুল প্রভৃতি মেশানো যেতে পারে।
  • প্রথমে দেব তর্পণ, তারপর মনুষ্য তর্পণ, ঋষি তর্পণ, দিব্য তর্পণ, যম তর্পণ আর তার পরে পিতৃ তর্পণ। স্বর্গগত পিতৃপুরুষদের উদ্দেশে তর্পণের মাধ্যমে জলদান করেই পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয়।
  • তর্পণে পূর্বপুরুষদের দান করা জলকে বৃষ্টির জলের সঙ্গে মিশতে দেওয়া যাবে না। যদি বৃষ্টি হয়, তা হলে মাথায় ছাতা নিয়ে তর্পণ করতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement