Bad Intention Detecting Zodiac Signs

মুখোশধারী মানুষদের বদ উদ্দেশ্য চট করে ধরে ফেলেন, ভালমানুষির অভিনয় করা মুশকিল চার রাশির সঙ্গে!

এমন বহু মানুষই রয়েছেন যাঁরা ভালমানুষির মুখোশ পরে আমাদের ক্ষতি করার ফন্দি এঁটে চলেন। কিন্তু এ সকল মানুষদের সহজেই চিনে ফেলেন রাশিচক্রের চার রাশি। এঁদের ফাকি দেওয়া যায় না। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৭
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

আমাদের আশপাশে এমন বহু মানুষ রয়েছেন যাঁরা মুখে মিষ্টি কথা বললেও, মনে আমাদের প্রতি খারাপ অনুভূতি রাখেন। তাঁদের উদ্দেশ্যই হয় আমাদের ক্ষতি সাধন করার। কিন্তু উক্ত মানুষদের সঙ্গে মিশে চট করে তাঁদের অভিপ্রায় ধরে ফেলা যায় না। তাঁরা ভালমানুষির মুখোশ পরে আমাদের ক্ষতি করার ফন্দি এঁটে চলেন। উদ্দেশ্য পূরণ হয়ে গেলে তাঁরা আমাদের জীবন থেকে বিদায় নেন। কিন্তু এ সকল মানুষদের সহজেই চিনে ফেলেন রাশিচক্রের চার রাশি। এঁদের ফাঁকি দেওয়া যায় না। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

কোন রাশির মানুষেরা খারাপ মানুষদের চিনতে পারেন?

মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা সহজেই মানুষের খারাপ উদ্দেশ্য বুঝতে পারেন। এঁদের সঙ্গে ছলনা করা সোজা ব্যাপার নয়। কারণ এই রাশির মানুষেরা অপরের মন পড়ে ফেলার ব্যাপারে পটু। যতই চেষ্টা করা যাক না কেন, এঁদের সামনে ভাল সেজে থাকা যাবে না।

Advertisement

সিংহ: সাহসী সিংহ রাশির ব্যক্তিরা অন্যায় সহ্য করেন না। মিথ্যা কথা এঁদের মোটেই পছন্দ নয়। কেউ মিথ্যা বললে সহজেই সেটা ধরে ফেলেন এই রাশির মানুষেরা। আশপাশে কোনও নেগেটিভ শক্তির উপস্থিতি থাকলে সেটাও সিংহ রাশির মানুষেরা বুঝে যান। এঁদের মধ্যে সেই অসীম ক্ষমতাটা রয়েছে।

ধনু: ধনু রাশির সঙ্গে ছলনা করা সহজ ব্যাপার নয়। এঁরা লোকের অঙ্গভঙ্গি খুব ভাল পড়তে পারেন। কেউ যদি এঁদের খারাপ করার উদ্দেশ্য নিয়ে এঁদের সঙ্গে মেশেন, তা হলে কিছু দিনের মধ্যেই এঁরা সেটা বুঝে যান। তার পর উক্ত মানুষকে শায়েস্তা করার ছক কষেন ধনু রাশির জাতক-জাতিকারা।

কুম্ভ: স্বাধীনচেতা কুম্ভ রাশির ব্যক্তিরা এমনিতেই একটু একাচোরা। কোনও মানুষ যদি এঁদের প্রতি বেশি আগ্রহ দেখায় তা হলে প্রথমেই এঁরা সতর্ক হয়ে যান। তার পর উক্ত মানুষের উদ্দেশ্য বোঝার চেষ্টা করেন এবং মুখোশের আড়ালে শয়তানি থাকলে সেটা এঁরা ধরেও ফেলেন। তার পর দূরত্ব বজায় রাখা শুরু করেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement