Zodiac Signs with Ego Problem

সঙ্গীর ভালমন্দের ধার ধারেন না, সম্পর্কে বিশেষ যত্নবান নন! পান থেকে চুন খসলেই আঁতে ঘা লাগে যে পাঁচ রাশির

অহং-এর ফলে সম্পর্কের মেয়াদ কমতে কমতে একসময় গিয়ে ফুরিয়ে যায়। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচ রাশির মধ্যে এই স্বভাব বেশি দেখা যায়। জেনে নিন তারা কারা।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৮
Share:

—প্রতীকী ছবি।

সকলে নিঃস্বার্থ ভাবে ভালবাসতে পারেন না। মাঝে চলে আসে নিজের চাওয়া-পাওয়া। অনেকের ক্ষেত্রে আবার অহং কাজ করে। সে তো আমাকে বলেনি, তা হলে আমি কেন বলব! অথবা, আগের বার তো আমি আগে ফোন করেছিলাম, এ বার সে করবে, এ সকল নানা চিন্তাভাবনা মাথায় ঘুরে বেড়ায়। এর ফলে সম্পর্কের মেয়াদ কমতে কমতে একসময় গিয়ে ফুরিয়ে যায়। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের পাঁচ রাশির মধ্যে এই স্বভাব বেশি দেখা যায়। জেনে নিন তারা কারা।

Advertisement

কোন পাঁচ রাশি সম্পর্কে অহংবোধে ভোগেন?

মেষ: সব ব্যাপারে নিজেদের সর্বদা সেরা প্রমাণ করার তাগিদ তাড়া করে বেড়ায় মেষ রাশির ব্যক্তিদের। এঁরা যে মানুষের সঙ্গে সম্পর্কে থাকেন, তাঁর পছন্দ-অপছন্দ, চাওয়া-পাওয়া সব কিছু নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন। সেটা যখন এঁদের করতে দেওয়া হয় না, তখনই মেষের অহং প্রকাশিত পায়। নিজে সেধে কিছু করার ব্যাপারে এঁরা আর এগিয়ে আসেন না।

Advertisement

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকারা জেদি প্রকৃতির হন। এঁদের অহংবোধে আঘাত লাগলে এঁরা সঙ্গীর প্রতি কর্তৃত্ব ফলানো শুরু করে দেন। কথায় কথায় সঙ্গীকে সন্দেহ করেন, ভুল ধরেন। তবে নিজের ভুলটি কখনও স্বীকার করেন না। নিজেকে সর্বদা প্রতারিতের আসনে রাখতে পছন্দ করেন বৃষ রাশির ব্যক্তিরা। এর মূল কারণ হল এঁদের অহং।

মিথুন: নিজের ভুলের দায়িত্ব নেওয়ার ব্যাপারে সর্বদা পিছিয়ে থাকেন মিথুন রাশির জাতক-জাতিকারা। সম্পর্কে যখনই মিথুনের ভুলে কোনও সমস্যা সৃষ্টি হয়, তখনও এঁরা সেটির দায় সঙ্গীর উপর চাপানোর জন্য উঠেপড়ে লেগে যান। এঁদের অহং এতটাই মারাত্মক যে নিজেকে সঠিক প্রমাণ করার জন্য এঁরা তর্ক করেই চলেন। অহং-এর বশে অকারণ ঝামেলায় জড়াতেও কুণ্ঠা বোধ করেন না এঁরা।

সিংহ: সিংহ রাশির ব্যক্তিরা ভালবাসার মানুষকে যত্নের মোড়কে মুড়িয়ে রাখেন। কিন্তু এক বার যদি এঁদের অহংবোধে আঘাত লাগে, তা হলেই ঘটে মুশকিল। তখন আর এঁরা কারও ভালমন্দ নিয়ে ভাবেন না। সেই সময় সিংহেরা হয়ে ওঠে ভয়ঙ্কর। সর্বদা মনে করেন যে সঙ্গী তাঁর কাছ থেকে কিছু লুকোচ্ছে। সেই ভাবনার উপর ভর করে সঙ্গীর সঙ্গে খারাপ ব্যবহারও করে চলেন।

বৃশ্চিক: আবেগতাড়িত বৃশ্চিক রাশির ব্যক্তিদের এমনিতে আত্মবিশ্বাসের কোনও অভাব নেই। কিন্তু মনের মানুষ যদি এঁদের বিশেষ পাত্তা না দেন, তা হলেই কষ্টে এঁদের মুখ ফুলে যায়। তখন সেই কষ্ট পরিণত হয় অহং-এ। অহং-এর বশে এঁরা সঙ্গীর ভাল লাগা-খারাপ লাগা নিয়ে ভাবতে ভুলে যান। সর্বদা নিজেদের নিয়েই ভাবতে থাকেন। ফলে সম্পর্কে ছেদ আসে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement