Astro Tips

উৎসবের মরসুমে অফিস থেকে ফিরে ঘর গোছালেই বিপদ! সূর্যাস্তের পর পাঁচ কাজ করলে বাড়ির লক্ষ্মীশ্রী নষ্ট হতে পারে

রোজকার সাধারণ কাজই হোক অথবা কোনও বিশেষ কাজ, যখন ইচ্ছা যা কিছু করে ফেলা যায় না। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:২০
Share:

—প্রতীকী ছবি।

যে কোনও কাজ করার ক্ষেত্রেই সময়-অসময়ের একটা ব্যাপার রয়েছে। সেটা রোজকার সাধারণ কাজই হোক অথবা কোনও বিশেষ কাজ, যখন ইচ্ছা যা কিছু করে ফেলা যায় না। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। বিশেষ কাজ করার সময় বহু মানুষই তিথি, সময় প্রভৃতি দেখে নেওয়ায় বিশ্বাসী। কিন্তু নিত্যকর্মের ব্যাপারে বেশির ভাগ মানুষের মাথাতেই সেই সব চিন্তা আসে না। তবে এর ফলে কী মারাত্মক পরিমাণ ক্ষতি যে হতে পারে সেটা অনেকেরই জানা নেই। অর্থ থেকে দাম্পত্য, সব ক্ষেত্রেই সমস্যার সম্মুখীন হতে হবে। শাস্ত্র জানাচ্ছে, সন্ধ্যার পর বেশ কয়েকটি কাজ না করাই ভাল। সেগুলি করলে আমাদের লাভের লাভ কিছু হয় না, বদলে হয়ে যায় ভয়ঙ্কর ক্ষতি। জেনে নিন সেই কাজগুলি কী কী।

Advertisement

সন্ধ্যার পর কোন কাজগুলি করতে নেই?

জামাকাপড় কাচা: অনেকেই আছেন যাঁরা দিনশেষে বাড়ি ফিরে জামাকাপড় কাচতে বসেন। এই কাজ করা উচিত নয় বলে মনে করছে শাস্ত্র। এতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। বিশেষ করে সূর্যাস্তের পর জামাকাপড় কেচে সেগুলিকে শুকোতে দিলে মারাত্মক ক্ষতি হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। জামাকাপড় কাচা ও শুকোনোর কাজ সর্বদা সকালের দিকে, অর্থাৎ সূর্যের আলো থাকাকালীন অবস্থায় করা উচিত।

Advertisement

গাছে জল দেওয়া: সন্ধ্যার পর গাছে জল দেওয়া উচিত নয়। এই কাজটিও সূর্যের আলো থাকতে থাকতে সেরে ফেলতে হবে। সূর্যাস্তের পর গাছে জল দিলে আমাদের উন্নতির গ্রাফ নিম্নমুখী হয়ে পড়ে। চলার পথে নানা বাধার সম্মুখীন হতে হয়।

এঁটো বাসন জমিয়ে রাখা: বহু বাড়িতেই রাতে খাওয়ার পর বাসন জমিয়ে রেখে দেওয়ার চল রয়েছে। এই কাজটি করার পরিণতি যে কী ভয়ঙ্কর হতে পারে তা জানলে আঁতকে উঠবেন। এঁটো বাসন কখনও জমিয়ে রাখতে নেই। এতে মা লক্ষ্মী রুষ্ট হন। বাড়ি ছাড়েন ও সুখ-সমৃদ্ধি কেড়ে নেন।

ক্ষৌরকর্ম করা: সূর্যাস্তের পর কোনও প্রকার ক্ষৌরকর্ম থেকেও বিরত থাকতে বলছেন জ্যোতিষীরা। এমনকি সন্ধ্যার পর চুল ধোয়াও উচিত নয় বলে মনে করা হচ্ছে। এতে জীবনে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। জীবন নানা দিক দিয়ে দুর্বিষহ হয়ে ওঠে।

ঘর পরিষ্কার করা: সারা দিন সময় না পেলেও কোনও ভাবেই সন্ধ্যার পর ঘর পরিষ্কার করা যাবে না। এর ফলেও মা লক্ষ্মী রাগ করেন। ঘরের লক্ষ্মীশ্রী নষ্ট হয়। বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement