—প্রতীকী ছবি।
২০২৫ সালের অক্টোবর মাসে শনিদেব পূর্বভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। পূর্বভাদ্রপদ হল বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতি হল জ্ঞান ও পুজোপাঠের কারক, আর শনিদেব হল কর্মফলদাতা এবং ন্যায়ের কারক। এই দুই গ্রহের মিলন কয়েকটা রাশির জীবনে আশীর্বাদ রূপে নেমে আসবে। তিনটি রাশির জন্য খুবই শুভ সময় আসতে চলেছে। এই রাশিগুলো নানা দিক থেকে ভাল ফল লাভ করবেন বলে মনে করা হচ্ছে।
দেখে নেব রাশিগুলো কী কী ফল পাবেন:
বৃষ: বৃষ রাশির জন্য আয়ের নতুন পথ খুলতে পারে বলে মনে করা হচ্ছে। কর্মক্ষেত্রে পদোন্নতি হতে পারে। কাজের জায়গায় এঁরা খুবই সুনাম পাবেন। সব বিষয়ে এঁদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কর্মের প্রতি নিষ্ঠা বাড়বে। আর্থিক দিকে চোখে পড়ার মতো সচ্ছলতা আসবে।
মিথুন: মিথুন রাশির জন্য শুভ সময় হতে চলেছে। চাকরিসূত্রে বিদেশেযাত্রা হতে পারে। যাঁরা দীর্ঘ দিন ধরে ভাল কাজের আশায় রয়েছেন, তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যুক্ত ব্যক্তিদের পদোন্নতি হতে পারে। আত্মবিশ্বাস এতটাই বৃদ্ধি পাবে যে সব কাজে দ্রুত এগিয়ে যেতে পারবেন।
মকর: মকর রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। চাকরির জায়গায় সুনাম বৃদ্ধি থেকে শুরু করে বেতন বৃদ্ধি পর্যন্ত হতে পারে। বিবাহিত জীবনে সুখ-শান্তি বজায় থাকবে। জীবনসঙ্গী এবং পরিবারের সকলের সঙ্গে মিলমিশ ভাল থাকবে। হঠাৎ করে অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।