—প্রতীকী ছবি।
হাতের আঙুলের নখ ভাল করে লক্ষ করলে আমরা তাতে বিভিন্ন রকম দাগ দেখতে পাই। ছোট আকৃতির এই দাগগুলি হতে পারে সাদা, কালো, বাদামি প্রভৃতি বিভিন্ন রঙের। কখনও এই দাগ স্থায়ী, কখনও আবার অস্থায়ী। উক্ত দাগগুলিকে হঠাৎ কিছু দিনের জন্য দেখা যায়, আবার কিছু দিন পর তা মিলিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। এই বিভিন্ন রঙের বা বিভিন্ন ধরনের দাগ চিকিৎসাবিজ্ঞানে যেমন শরীর এবং রোগ সম্বন্ধে অনেক তথ্য দান করে, তেমনই হস্তরেখা বিচারের ক্ষেত্রেও বিভিন্ন তথ্য দান করে।
হস্তরেখার ক্ষেত্রে অস্থায়ী দাগ কখনও শুভ ফল দান করে থাকলেও, নানা ক্ষেত্রে এই দাগগুলি অশুভ ফল দান করে। ফলদায়ী এই দাগগুলি কিছু দিন পরে অদৃশ্য হয়ে যায়। কোথায় কোন দাগ কী নির্দেশ করে সেটা জেনে নেওয়া যাক।
বিজ্ঞানের ভাষায়, যে কোনও আঙুলের নখের কালো দাগ বা ছোপ অপরিশোধিত রক্ত নির্দেশ করতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কোনও নখের কালো দাগ বা ছোপ চিকিৎসাবিজ্ঞান বা হস্তরেখা বিচার, কোনও ক্ষেত্রেই কখনও শুভ লক্ষণ বলা যায় না। বিশেষত যে দাগ হঠাৎ বা ধীরে ধীরে সৃষ্টি হয়, অর্থাৎ জন্মগত কালো দাগ ছাড়া নখের উপর যে কোনও কালো দাগ শাস্ত্রমতে অশুভ।