Spots on Nails Palmistry

মাঝেমধ্যেই নখের উপর সাদা বা কালো রঙের দাগ দেখতে পান? চলেও যায় নিজে থেকে? এগুলি কী ইঙ্গিত দেয় জানেন?

নখের উপর প্রায়ই নানা রঙের দাগ দেখা যায়। সেগুলি সাধারণত অস্থায়ী হয়। হস্তরেখা এই সকল দাগের সম্বন্ধে কী বলছে?

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩২
Share:

—প্রতীকী ছবি।

হাতের আঙুলের নখ ভাল করে লক্ষ করলে আমরা তাতে বিভিন্ন রকম দাগ দেখতে পাই। ছোট আকৃতির এই দাগগুলি হতে পারে সাদা, কালো, বাদামি প্রভৃতি বিভিন্ন রঙের। কখনও এই দাগ স্থায়ী, কখনও আবার অস্থায়ী। উক্ত দাগগুলিকে হঠাৎ কিছু দিনের জন্য দেখা যায়, আবার কিছু দিন পর তা মিলিয়ে যায় বা অদৃশ্য হয়ে যায়। এই বিভিন্ন রঙের বা বিভিন্ন ধরনের দাগ চিকিৎসাবিজ্ঞানে যেমন শরীর এবং রোগ সম্বন্ধে অনেক তথ্য দান করে, তেমনই হস্তরেখা বিচারের ক্ষেত্রেও বিভিন্ন তথ্য দান করে।

Advertisement

হস্তরেখার ক্ষেত্রে অস্থায়ী দাগ কখনও শুভ ফল দান করে থাকলেও, নানা ক্ষেত্রে এই দাগগুলি অশুভ ফল দান করে। ফলদায়ী এই দাগগুলি কিছু দিন পরে অদৃশ্য হয়ে যায়। কোথায় কোন দাগ কী নির্দেশ করে সেটা জেনে নেওয়া যাক।

  • বৃহস্পতির আঙুল বা তর্জনীর নখে কালো দাগ কর্মহানি, অর্থহানি, বন্ধুর সঙ্গে সম্পর্কহানি নির্দেশ করে। বৃহস্পতির ক্ষেত্রে সাদা দাগ বা ছোপ কিছু ক্ষেত্রে শুভ ঘটনার ইঙ্গিত নির্দেশ করে।
Advertisement
  • শনির আঙুল বা মধ্যমার নখে সাদা দাগ ব্যবসায় লাভ, জলপথে দীর্ঘ ভ্রমণ নির্দেশ করে। সেই আঙুলের নখে কালো দাগ ব্যবসায় ক্ষতি, জলে ডোবা বা জল থেকে বিপদ বা ক্ষতির আশঙ্কা নির্দেশ করে।
  • রবির আঙুল বা অনামিকার নখে সাদা দাগ কর্মে সফলতা, আর্থিক লাভ, সুনাম এবং খ্যাতি নির্দেশ করে। উক্ত আঙুলের নখে কালো দাগ আর্থিক ক্ষতি, বদনাম, কলঙ্ক এবং কর্মে ব্যর্থতা নির্দেশ করে।
  • বুধের আঙুলে বা কনিষ্ঠার নখে সাদা দাগ, সফলতা, ব্যবসায় লাভ, আর্থিক লাভ এবং পরীক্ষায় সফলতা নির্দেশ করে। বুধের আঙুলের নখে কালো দাগ খুবই অশুভ ইঙ্গিত বহন করে আনে। জীবনহানি বা ভয়ঙ্কর অসুস্থতা নির্দেশ করে।
  • বৃদ্ধাঙ্গুলিতে কালো দাগ অর্থ এবং মানহানি নির্দেশ করে।

বিজ্ঞানের ভাষায়, যে কোনও আঙুলের নখের কালো দাগ বা ছোপ অপরিশোধিত রক্ত নির্দেশ করতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। কোনও নখের কালো দাগ বা ছোপ চিকিৎসাবিজ্ঞান বা হস্তরেখা বিচার, কোনও ক্ষেত্রেই কখনও শুভ লক্ষণ বলা যায় না। বিশেষত যে দাগ হঠাৎ বা ধীরে ধীরে সৃষ্টি হয়, অর্থাৎ জন্মগত কালো দাগ ছাড়া নখের উপর যে কোনও কালো দাগ শাস্ত্রমতে অশুভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement