কুম্ভ লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

কুম্ভ লগ্নের ক্ষেত্রে রবি সপ্তম পতি। অতএব কেন্দ্রপতি হিসাবে শুভ। রবির বল থাকলে এই দশায় জাতকের ব্যবসায় লাভ, উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ ইত্যাদি ফল লাভ হতে পারে। এ বার জেনে নেওয়া যাক ২০২০ সাল আপনার লগ্নের জন্য কী রূপ ফল দিতে পারে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২০ ০০:০৭
Share:

কুম্ভ লগ্নের ক্ষেত্রে রবি সপ্তম পতি। অতএব কেন্দ্রপতি হিসাবে শুভ। রবির বল থাকলে এই দশায় জাতকের ব্যবসায় লাভ, উচ্চ পদে অধিষ্ঠিত ব্যক্তির সঙ্গে যোগাযোগ ইত্যাদি ফল লাভ হতে পারে। এ বার জেনে নেওয়া যাক ২০২০ সাল আপনার লগ্নের জন্য কী রূপ ফল দিতে পারে।

Advertisement

২০২০ সালে কুম্ভ লগ্নের জাতক জাতিকাকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কঠোর পরিশ্রম ও কুশলি হতে হবে। এই বছর কারও কারও জীবনে অপ্রত্যাশিত সাফল্য আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। রাজনৈতিক ও সামাজিক ক্ষেত্রে আত্মসম্মান বৃদ্ধি পাবে। রাজনীতিবিদ ও রাজনৈতিক কর্মীদের পক্ষে এ বছরটি শুভাশুভ মিশ্রিত। তবে নিজের সব কাজের ব্যাপারে হুঁশিয়ার থাকতে হবে।

নতুন বছরটি হবে আর্থিক লাভ ঘরে তোলার বছর। ব্যবসা আগের চেয়ে ভাল চলবে। সুযোগের সদ্ব্যবহার করুন। তবে কারও কারও ক্ষেত্রে ব্যবসা আগের মতো নাও চলতে পারে। সতর্ক থাকলে নতুন কিংবা পুরনো ব্যবসা ভাল চলবে। তবে মনের আশা পূরণ নাও হতে পারে। এ বছর কাজকর্মে মানসিক ক্ষতিও হতে পারে। অবশ্য বছরের মাঝামাঝি সময় থেকে অনেক সমস্যা কেটে যাবে।

Advertisement

আরও পড়ুন: বৃশ্চিক লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

বর্তমান বছরে জাতক জাতিকার পরিবার বা নিজের কর্মজগতের গুরু জনদের সঙ্গে কোনও ব্যাপারে মতবিরোধ দেখা দিতে পারে। ভাইবোনদের কারও জন্য চিন্তার কিছু ঘটতে পারে। মামলায় ন্যায়বিচার পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অর্থ ও সময় নষ্ট হতে পারে। কারও কারও সম্ভাব্য ক্ষেত্রে সাজা বা জরিমানা হয়ে যেতে পারে। ছেলেমেয়েরা পারিবারিক ক্ষেত্রে অশান্তি করতে পারে।

জাতক জাতিকাদের স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে। গুরু জনদের কারও জীবন সঙ্কটের আশঙ্কা আছে। কোনও কোনও ক্ষেত্রে বিয়ের ব্যাপারে শুভ হবে। প্রণয় ঘটিত বিবাহের শুভ পরিণতিও লক্ষ্যণীয়।

বর্তমান বছরে রাজনীতি, ব্যবসা বা চাকরিতে যুক্ত ব্যক্তিদের যশস্বী হওয়ার সম্ভাবনা। বিদেশেও খ্যাতি ছড়াতে পারে এবং সেই সূত্রে বিদেশ ভ্রমণেরও সম্ভাবনা রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন