মিথুন লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

মিথুন লগ্নের জাতক-জাতিকার মধ্যে একটু দ্বৈত ভাব থাকবে এবং কোনও সিদ্ধান্ত নিতে এঁদের দ্বিধায় ভুগতে হবে। এঁরা চঞ্চলমতি ও অস্থিরচিত্ত হতে পারেন। স্নায়ুর অসুখে এঁদের আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। এঁদের বিপরীত লিঙ্গের সঙ্গে মেলামেশায় সংযত হলে ভাল হয়। ২০২০ সালে লগ্নে রাহু থাকায় মনের অস্থিরতা অতি মাত্রায় দেখা দেওয়ায় পারিবারিক ও আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ০০:০৫
Share:

মিথুন লগ্নের জাতক-জাতিকার মধ্যে একটু দ্বৈত ভাব থাকবে এবং কোনও সিদ্ধান্ত নিতে এঁদের দ্বিধায় ভুগতে হবে। এঁরা চঞ্চলমতি ও অস্থিরচিত্ত হতে পারেন। স্নায়ুর অসুখে এঁদের আক্রান্ত হওয়ার প্রবণতা থাকে। এঁদের বিপরীত লিঙ্গের সঙ্গে মেলামেশায় সংযত হলে ভাল হয়। ২০২০ সালে লগ্নে রাহু থাকায় মনের অস্থিরতা অতি মাত্রায় দেখা দেওয়ায় পারিবারিক ও আর্থিক সমস্যা দেখা দিতে পারে।

Advertisement

আসুন এ বার জেনে নেওয়া যাক বিস্তারিত ফলাফল—

বিদ্যার্থীদের সময় শুভ হলেও তাঁদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। অনেকেরই উচ্চশিক্ষার শুভ যোগ দেখা দেবে। সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। ২০২০ সালে এই লগ্নের জাতক-জাতিকাদের প্রেমের ক্ষেত্রে স্বাভাবিকতা ব্যাহত হবে। নতুন সম্পর্কে যাওয়ার আগে নিজের পরিস্থিতি বিচার করা দরকার। বর্তমান বছরে বিয়ের সিদ্ধান্তে অভিভাবকদের মতামত নেওয়া উচিত হবে।

Advertisement

কর্মহীন-সহ অনেকেরই নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। দীর্ঘদিনের হতাশার অবসান হবে।

আরও পড়ুন: মেষ লগ্নের জাতকদের কেমন যাবে ২০২০ সাল

সাধারণ ভাবে বলা যায়, নতুন বছরে মিথুন লগ্নের জাতক-জাতিকাদের অর্থ ভাগ্য মাঝামাঝি যাবে। খুব ভালও না আবার খুব খারাপও বলা যাবে না। তবে বছরের মধ্য ভাগে সাপ্লাইয়ের ব্যবসা ভাল হবে এবং ছোটখাটো উৎপাদনশীল শিল্পে বিনিয়োগ করলে ভাল ফল পাবেন। তবে বিনিয়োগের ক্ষেত্রে খুব বেশি ঝুঁকি নেওয়া ঠিক হবে না। বিশ্বস্ত কেউ ক্ষতি করতে পারে। তবে মাথা ঠান্ডা রেখে এবং পর্যবেক্ষণ করে কৌশলী হলে ব্যবসায় উন্নতি হবে। কিছু কিছু ক্ষেত্রে আড়াল থেকে সম্পদশালী ব্যক্তির সাহায্যও পেতে পারেন। উঠতি ব্যবসায়ীরা এ বছর বন্ধু বান্ধব থেকে সতর্ক থাকুন।

মিথুন লগ্নের জাতকদের জীবনে জীবনসঙ্গীর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাঁর মতামত আপনার জীবনকে আরও সাফল্যমণ্ডিত করে তুলতে পারে। ভাইবোনের সঙ্গে মনোমালিন্য দেখা দিলেও তা মিটে যাবে। আপনার উদারতা প্রশংসিত হবে। বাবা-মার জন্য চিন্তা হতে পারে। তাঁদের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য রাখতে হবে।

এই লগ্নের জাতক-জাতিকাদের শারীরিক কোনও সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। ৪০ বছরের বেশি বয়সিদের ব্লাডপ্রেসার বা সুগার বা মানসিক অবসাদে ক্ষতি হতে পারে। সতর্ক থাকুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন