এ মাসে শত্রুরা তুলা রাশির জাতককে বাধা সৃষ্টি করতে পারবে না

তুলা রাশির গৃহসুখ, শিক্ষা ক্ষেত্রের অধিপতি শনি। শনি তুলা রাশির কেন্দ্র এবং ত্রিকোণ রাশির অধিপতি। কোনও গ্রহ একই সঙ্গে কেন্দ্র এবং ত্রিকোণ রাশির অধিপতি হলে বিশেষ শুভ ফল দান করে। জুলাই মাস তুলা রাশির গৃহসুখ এবং শিক্ষার ক্ষেত্র শুভ, উচ্চ শিক্ষার ক্ষেত্র অনুকূল এবং সূক্ষ্ম অনুভুতি বৃদ্ধি পাবে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২০ ০০:০৫
Share:

তুলা রাশির জাতক ভোগ বিলাস প্রিয়। জুলাই মাসে তুলা রাশির অধিপতি শুক্রের অবস্থান অষ্টম (বৃষ) রাশিতে। তৃতীয় (ধনু) রাশিতে অবস্থান কেতু এবং স্বক্ষেত্রি বৃহস্পতির (বক্রী)। চতুর্থ (মকর) রাশিতে অবস্থান করছে বক্রী শনি। মকর শনির নিজ রাশি। ষষ্ঠ (মীন) রাশিতে অবস্থান করছে মঙ্গল। নবম (মিথুন) রাশিতে একত্রে অবস্থান করছে বুধ, রাহু এবং রবি আগামী ১৫ জুলাই পর্যন্ত।

Advertisement

তুলা রাশির সঙ্গে রাহু, মঙ্গল এবং শনির দৃষ্টি সম্পর্কে আছে জুলাই মাসে। সিদ্ধান্তের ক্ষেত্রে ভ্রম সৃষ্টি করতে পারে, সচেতন থাকা প্রয়োজন। দ্বিতীয় রাশির অধিপতি এবং রাশি অধিপতির অবস্থানে ধন বৃদ্ধির ইঙ্গিত রয়েছে।

তুলা রাশির গৃহসুখ, শিক্ষা ক্ষেত্রের অধিপতি শনি। শনি তুলা রাশির কেন্দ্র এবং ত্রিকোণ রাশির অধিপতি। কোনও গ্রহ একই সঙ্গে কেন্দ্র এবং ত্রিকোণ রাশির অধিপতি হলে বিশেষ শুভ ফল দান করে। জুলাই মাস তুলা রাশির গৃহসুখ এবং শিক্ষার ক্ষেত্র শুভ, উচ্চ শিক্ষার ক্ষেত্র অনুকূল এবং সূক্ষ্ম অনুভুতি বৃদ্ধি পাবে।

Advertisement

আরও পড়ুন: এ মাসে ঋণ দেওয়া-নেওয়ায় সতর্ক থাকুন সিংহ রাশির জাতক

জুলাই মাসে তুলা রাশির স্বাস্থ্যের প্রতি নজর রাখা প্রয়োজন। কর্ম বা অন্যান্য ক্ষেত্রে শত্রু তুলা রাশির খুব একটা বাধা সৃষ্টি করতে পারবে না। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে এই মাসে তুলা রাশি বিশেষ অনুকূল ফল পাবেন।

দাম্পত্য সুখ, বন্ধুত্ব এবং প্রেমের ক্ষেত্র শুভ। বিবাহের ক্ষেত্র শুভ।

ভাগ্য এবং কর্মক্ষেত্রের ফলাফল রবির রাশি পরিবর্তনের সঙ্গে পরিবর্তন হবে। আগামী ১৫ জুলাই পর্যন্ত রবি নবম রাশিতে অবস্থান করবে। ১৬ জুলাই পরবর্তী রাশি (দশম) কর্কটে গমনের সঙ্গে বুধাদিত্য যোগ এবং গ্রহণ দোষের অবসানের কারণে ফলের শুভ পরিবর্তন হবে। প্রথমার্ধের তুলনায় দ্বিতীয়ার্ধে শুভ ফল বৃদ্ধি। আয় বৃদ্ধি পাবে। পরিশ্রম কর্ম ক্ষেত্রে সফলতা দেবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন