কেতুর সঙ্গে অন্যান্য গ্রহ যুক্ত হওয়ার শুভ এবং অশুভ প্রভাব

আমাদের জন্মছকে এক একটি গ্রহের প্রভাব একেক রকম হয়। সব জন্মছকেই শুভ অশুভ প্রভাব কম বেশি থেকেই থাকে। দেখে নেওয়া যাক কেতুর সঙ্গে অন্যান্য গ্রহ যুক্ত থাকার শুভ এবং অশুভ প্রভাব সম্পর্কে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ০০:০৫
Share:

আমাদের জন্মছকে এক একটি গ্রহের প্রভাব একেক রকম হয়। সব জন্মছকেই শুভ অশুভ প্রভাব কম বেশি থেকেই থাকে। দেখে নেওয়া যাক কেতুর সঙ্গে অন্যান্য গ্রহ যুক্ত থাকার শুভ এবং অশুভ প্রভাব সম্পর্কে।

Advertisement

চন্দ্র-কেতু

জন্মছকে যদি কেতু ও চন্দ্র একত্রে কোনও রাশিতে অবস্থান করে তা হলে জাতক হবেন খুবই চাপা প্রকৃতির। কারও সঙ্গে কোনও কিছুই শেয়ার করতে পছন্দ করেন না। এঁরা একেবারেই মিশুকে হন না। জীবনের কোনও একটা সময়ে মাথার রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। এঁদের মায়ের শরীর নিয়ে সমস্যা থাকে।

Advertisement

রবি-কেতু

রবি-কেতু একত্রে থাকলে মান সম্মানে বাধা আসবে। জীবনে কোনও কিছুই খুব সহজে করতে পারবেন না এঁরা। অর্থাৎ প্রতিষ্ঠা পেতে দেরি হবে। অযথা দুর্নামে ফাঁসতে হতে পারে। নিজের যোগ্যতা দেখানোর সুযোগ তেমন ভাবে পাবেন না।

আরও পড়ুন: অতিরিক্ত খরচ নিয়ে নাজেহাল? সমাধানের জন্য এই প্রতিকারগুলো করুন

বুধ-কেতু

পর্যাপ্ত বুদ্ধির অভাব থাকবে এঁদের। অর্থাৎ ঠিক জায়গায় ঠিক বুদ্ধি প্রয়োগে অপারগ এঁরা। এঁদের বন্ধু সংখ্যা খুব বেশি হবে না। তবে এঁরা অত্যধিক আধ্যাত্মিক মনের হন। গুপ্ত জিনিস জানার আগ্রহ থাকবে প্রচুর।

মঙ্গল-কেতু

পেটে খুব সমস্যা দেখা দিতে পারে। নিজের বাড়ি তৈরিতে বাধা আসবে। দাঁত ও রক্ত সংক্রান্ত রোগে আক্রান্ত হতে পারেন। নিজেকে খুবই সংযত থাকতে হবে। না হলে বার বার বদনামের মুখোমুখি হতে হবে। তবে চিকিৎসা সংক্রান্ত কাজে উন্নতি করেন এঁরা।

বৃহস্পতি-কেতু

এই জাতকের আয়ু হয় অনেক। এঁরা মনের মতো কোনও কিছু চাইলে অত্যন্ত দেরিতে তা পান। যখন পান তখন হয়তো তার প্রয়োজন ফুরিয়ে যায়। এঁরা লিভারের সমস্যায় ভুগতে পারেন।

শুক্র-কেতু

এঁরা খুব একটা পরিষ্কার পরিছন্ন হন না। তবে বাইরে থেকে দেখলে মনে হবে এঁরা অত্যন্ত পরিষ্কার।

শনি-কেতু

এঁরা জীবনে কোনও একটা সময়ে খুবই কুসঙ্গে পড়তে পারেন। কর্মে বাধা বিপত্তি আসবে। বন্ধুর দ্বারা ক্ষতিগ্রস্থ হবেন। তবে এঁরা সৎ পথে আয়ের ওপর বেশি বিশ্বাসী। আধ্যাত্মিকতা খুব বেশি থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন