ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
হস্তরেখাবিদ্যায় যে কেবল হাতের রেখার বিচার করা হয় তা না। তালুতে থাকা নানা চিহ্নের বিচার-বিশ্লেষণও এর সাহায্যে করা যায়। হাতের পাতায় কিছু চিহ্ন থাকা যেমন শুভ, তেমনই কয়েকটি চিহ্ন থাকা অত্যন্ত অশুভ। শুভ চিহ্নগুলি আমাদের ভবিষ্যতে ঘটতে চলা নানা ভাল ঘটনার ইঙ্গিত দেয়। কিছু চিহ্ন রয়েছে যা তালুতে থাকা মানে সেই ব্যক্তি রাজসুখের অধিকারী হতে পারেন। এই সকল চিহ্ন প্রচুর অর্থলাভ ও বৈভবে জীবন কাটানোর সুযোগের ইঙ্গিত দেয় বলে মনে করা হয়।
তালুতে থাকা কোন চিহ্ন সম্পদলাভের ইঙ্গিত দেয়?
পদ্ম: তালুতে পদ্ম চিহ্ন থাকা খুবই শুভ বলে মনে করা হয়। পদ্ম মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল। তালুতে পদ্মের চিহ্ন রাজসুখের ইঙ্গিত দেয়। যাঁদের তালুতে পদ্ম চিহ্ন থাকে, তাঁরা সমাজে প্রচুর সম্মান-প্রতিপত্তি লাভ করেন। এঁরা কঠোর পরিশ্রম করে ভাগ্য বদলাতে সক্ষম হন। কম বয়সে বিশেষ টাকাপয়সা না থাকলেও, বেশি বয়সে এঁদের অভাবের সম্মুখীন হতে হয় না।
মাছ: যাঁদের হাতের পাতায় মাছ চিহ্ন থাকে, তাঁরা অত্যন্ত ভাগ্যবান হন। বিশেষ করে, জীবনরেখার শেষে বা কেতুর পাহাড়ে মাছ চিহ্ন থাকা খুবই শুভ বলে মনে করা হয়। এই সকল ব্যক্তি অত্যন্ত বুদ্ধিমান হন। বিদেশভ্রমণের সুযোগ পান। অর্থ সংক্রান্ত কষ্ট এঁদের কাছে ঘেঁষতে পারে না। হঠাৎ অর্থপ্রাপ্তির সুযোগ পান। এঁদের বার্ধক্যজীবন খুবই সুখে কাটে।
শঙ্খ: তালুতে শঙ্খ চিহ্ন থাকাও শুভ বলে মনে করা হয়। শঙ্খ ভগবান বিষ্ণুর প্রতীক। তাই এই চিহ্ন তালুতে থাকলে যে ভালই হবে সেটা স্বাভাবিক বিষয়। জীবনে এঁদের সম্পদের কোনও অভাব হয় না। এঁরা খুব ভাল কথা বলতে পারেন। তাই সমাজে এঁদের খুব নামডাক হয়। এই সকল ব্যক্তি প্রশাসনিক কাজকর্মে প্রভূত উন্নতি করেন।
তির-ধনুক: তির-ধনুক যে সকল ব্যক্তির হাতের পাতায় থাকে, তাঁদের মতো পরিশ্রম খুব কম মানুষই করতে পারেন। এঁরা নিজের দমে ভাগ্য বদলাতে সক্ষম। জীবনে চলার পথে নানা দিক থেকে বাধা আসলেও, এঁরা ভেঙে পড়েন না। শিরদাঁড়া সোজা রেখে সেগুলির মোকাবিলা করেন। এই সকল ব্যক্তির ইচ্ছাশক্তিও হয় প্রশংসনীয়। এ সকল কারণের জন্য এঁদের কখনও অভাবের মধ্যে জীবন কাটাতে হয় না।
স্বস্তিক: হাতের পাতায় স্বস্তিক চিহ্ন থাকাও খুব শুভ বলে মনে করা হয়। স্বস্তিক হল গণেশের প্রতীক। হাতে স্বস্তিক চিহ্নের উপস্থিতি সমৃদ্ধি লাভের ইঙ্গিত দেয়। আধ্যাত্মিক বিষয় ও সামাজিক কাজের প্রতি এঁদের আগ্রহ থাকে। দৈবশক্তি সর্বদা এঁদের রক্ষা করে চলেন।