—প্রতীকী ছবি।
২০২৬ হতে চলেছে পরিবর্তনের বছর। এ কথা আগেও বলা হয়েছে। কিন্তু অনেকেই হয়তো নিজের মনে ভাবছেন যে এত দিন চলে গেল, তা-ও তো কোনও পরিবর্তন দেখতে পেলাম না। ব্যাপারটা অত সহজ নয়। জীবনে সুপরিবর্তন আনতে হলে সবার আগে প্রয়োজন নিজের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলাবোধ ও দৃঢ়তা আনা। এরই সঙ্গে কোষ্ঠীতে গ্রহের অবস্থান নজরে রাখাও জরুরি। শাস্ত্রমতে, পরিশ্রম করার মানসিকতা ও কোষ্ঠীতে গ্রহদের অবস্থান ঠিকঠাক থাকলে, চার রাশির ভাগ্যের ভোল এই বছর বদলে যেতে পারে। তালিকায় কারা রয়েছে দেখে নিন।
কোন চার রাশির ভাগ্য ২০২৬-এ বদলে যেতে পারে?
কর্কট: ২০২৬-এর মাঝামাঝি সময়ে বৃহস্পতির রাশি পরিবর্তনের পর থেকে কর্কট জাতক-জাতিকাদের ভাগ্য বদলাবে। আর্থিক ক্ষেত্রে প্রভূত উন্নতি দেখতে পাবেন। পারিবারিক ক্ষেত্রেও উন্নতি দেখতে পাবেন। সাংসারিক যে সকল সমস্যা আপনাদের পিছু ছাড়তে চাইছে না, সেগুলি সব এক এক করে মিটে যাবে। মা-বাবার সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। নতুন আয়ের উৎসের সন্ধান পেতে পারেন। চোখ-কান খোলা রেখে চলুন, সুযোগ নিজেকেই চিনে নিতে হবে।
সিংহ: সিংহ জাতক-জাতিকাদেরও ভাগ্যে সুপরিবর্তন আসার যোগ দেখা যাচ্ছে। এই রাশির ব্যক্তিরা পদোন্নতির সুযোগ পেতে পারেন। আপনাদের কাঁধে এমন কোনও দায়িত্ব আসতে চলেছে, যা আপনাদের পেশাজীবনে উন্নতির দিশায় এগিয়ে যেতে সাহায্য করবে। সমাজে সিংহ জাতক-জাতিকাদের সম্মান-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ২০২৬ আপনাদের মনের মতো বছর হয়ে উঠতে পারে যদি নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেন।
মকর: শনির রাশি মকর জাতক-জাতিকারাও খুব ভাল ফল পেতে চলেছেন। এই রাশির ব্যক্তিরা আর্থিক দিক দিয়ে শক্তিশালী হবেন। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁরা খুব ভাল মুনাফা করবেন। শেয়ার বাজারে বিনিয়োগ থেকেও ভাল ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরই সঙ্গে এই বছর মকর জাতক-জাতিকাদের প্রেমভাগ্যও খুব ভাল দেখা যাচ্ছে। যাঁরা বহু দিন ধরে প্রেম করছেন, তাঁরা এ বার বিয়ের কথা ভেবে দেখতে পারেন।
ধনু: বছরের মধ্য ভাগ থেকে ধনু জাতক-জাতিকারা খুব ভাল ফল পেতে চলেছেন। পর্যটনশিল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা বিশেষ ভাল ফল পেতে পারেন। তবে কর্মের প্রতি নিষ্ঠা ও একাগ্রতা থাকা জরুরি। না হলে মনের মতো ফলপ্রাপ্তি ঘটবে না। পারিবারিক ক্ষেত্রে থাকা বিভিন্ন ঝামেলার কবল থেকেও রেহাই পাবেন। দাম্পত্যজীবনে সুখের দিন আসবে। রাগ নিয়ন্ত্রণে রাখতে পারলে সম্পর্কক্ষেত্রে থাকা ঝামেলাগুলি চিরতরে বিদায় নেবে।