—প্রতীকী ছবি।
সংখ্যাতত্ত্বের বিচারে অতি সহজ পদ্ধতিতে আমাদের জন্মসংখ্যার হিসাব করা যায়। আর প্রতিটি মানুষের জন্মসংখ্যায় লুকিয়ে থাকে তাঁর ব্যাপারে নানা গোপন তথ্য। সেই সম্বন্ধে হয়তো খোদ সেই মানুষটিই জানেন না। কিন্তু যাঁরা সংখ্যাতত্ত্ব নিয়ে চর্চা করেন, তাঁদের পক্ষে সে সকল তথ্য বলে দেওয়া সম্ভব। সেই অনুযায়ী বিচার করে দেখা যাচ্ছে, বিশেষ তিন জন্মসংখ্যার ব্যক্তিদের কখনও অর্থকষ্টের সম্মুখীন হতে হয় না। সম্পদ নিজে এঁদের ঠিকানা খুঁজে নেয়। তালিকায় কারা রয়েছেন দেখে নিন।
কোন তিন জন্মসংখ্যা সম্পদকে নিজের দিকে আকৃষ্ট করেন?
১: ১ জন্মসংখ্যার জাতক-জাতিকারা সূর্য দ্বারা পরিচালিত হন। এঁদের তেজও হয় সূর্য-সম। ১ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস হয় চোখে পড়ার মতো, যা এঁরা করবেন বলে ভাবেন, তা করেই ছাড়েন। এই সকল জাতক-জাতিকারা জেদি হন, এঁদের দমিয়ে রাখা যায় না। প্রবল আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা এঁদের সফলতার শিখরে পৌঁছোতে সাহায্য করে। পেশাক্ষেত্রে এঁরা প্রভূত উন্নতি লাভ করেন এবং টাকাপয়সার অভাব কখনও এঁদের কাছে ঘেঁষতে পারে না।
৫: বুধ ৫ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের শাসিত করে। এঁরা চাকরির থেকে ব্যবসা ক্ষেত্রে বেশি উন্নতি লাভ করেন। তবে পরিশ্রম করতে পারলে চাকরির স্থানেও এঁরা সফল হন। এই জাতক-জাতিকারা ঝুঁকি নিতে ভয় পান না। যে কোনও কাজ এঁরা সাহসের সঙ্গে করতে পারেন। কঠিন মুহূর্তে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিতেও এঁদের সমস্যা হয় না। সেই কারণে ৫ জন্মসংখ্যার ব্যক্তিদের কখনও টাকার অভাব হয় না। কোন পথে গেলে অর্থ আসবে সেই কৌশল এঁরা ছোট বয়সেই রপ্ত করে নেন এবং নিজেদের সেইমতো তৈরি করেন।
৬: ৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা শুক্র দ্বারা পরিচালিত হন। শুক্র প্রেম ও বৈভবের গ্রহ। ফলত বিলাসিতা এঁদের ভাগ্যে লেখাই থাকে। অল্প পরিশ্রম করলেই এঁরা জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারেন। সমাজে এঁদের অনেক নামডাক হয়। অর্থকষ্ট কাকে বলে তা এঁরা জানেন না। শুক্র দ্বারা পরিচালিত বলে লক্ষ্মীও এঁদের সঙ্গ দেয়। উপার্জনের নানা পথ এঁদের সামনে সব সময় খোলা থাকে। একটা বয়সের পর গিয়ে এঁদের আর আয় নিয়ে কোনও চিন্তা করতে হয় না।