Shani Sade Sati 2026

শনির সাড়েসাতির ক’টি পর্যায় হয়? কোন পর্যায় সবচেয়ে বিপজ্জনক? ২০২৬ সালে কোন রাশির কোন পর্যায় চলছে?

শনি প্রত্যেক রাশিতে ২ বছর ৬ মাস অবস্থান করে। চন্দ্র রাশির দ্বাদশে, চন্দ্র রাশিতে এবং চন্দ্র রাশির দ্বিতীয়ে শনির অবস্থানকালকে শনির সাড়েসাতি বলে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ০৭:৫৪
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

জ্যোতিষশাস্ত্রে কিছু ভয়ঙ্কর আতঙ্ক সৃষ্টিকারী শব্দ আছে। সেগুলি শুনলেই মনে ভয় বা আতঙ্কের সৃষ্টি হয়। শনির সাড়েসাতি তার মধ্যে অন্যতম। এ বার প্রশ্ন হল শনির সাড়েসাতি কি? শনি প্রত্যেক রাশিতে ২ বছর ৬ মাস অবস্থান করে। চন্দ্র রাশির দ্বাদশে, চন্দ্র রাশিতে এবং চন্দ্র রাশির দ্বিতীয়ে শনির অবস্থানকালকে শনির সাড়েসাতি বলে।

Advertisement

শনির সাড়েসাতিকে সাধারণত তিনটি পর্যায়ে ভাগ করা হয়। প্রথম পর্যায়ে রাশির দ্বাদশে। দ্বিতীয় পর্যায়ে রাশিতে এবং তৃতীয় পর্যায়ে রাশির দ্বিতীয়ে শনির অবস্থান হয়।

কেন সাড়েসাতিকে এত ভয়ঙ্কর ভাবা হয়?

Advertisement

জ্যোতিষশাস্ত্র মতে, শনি অশুভ গ্রহ। এরই সঙ্গে শনি ধীর গতির এবং বিশেষ দৃষ্টি সম্পন্ন গ্রহ। বিশেষ দৃষ্টি সম্পন্ন হওয়ার অর্থ হল, শনি অবস্থানক্ষেত্র ছাড়াও তৃতীয়, সপ্তম এবং দশমে দৃষ্টি দান করতে সক্ষম। অর্থাৎ, শনি এক জায়গায় বসে বারোটি রাশির মধ্যে চারটি রাশিকে প্রভাবিত করতে পারে। শনি লগ্ন বা রাশির বেশির ভাগ স্থানেই অবস্থান করলে বা দৃষ্টিসম্পর্ক স্থাপন করলে অশুভ ফল দান করে। ধীর গতির গ্রহ হওয়ার কারণে শুভ বা অশুভ, যে ফলই দান করে তা দীর্ঘস্থায়ী হয়।

সাড়েসাতির প্রথম দুই বছর ছয় মাস, অর্থাৎ প্রথম পর্যায়ে শনি রাশির দ্বাদশে অবস্থান করে দ্বিতীয়, ষষ্ঠ, নবম এবং দ্বাদশ স্থান প্রভাবিত করে। ফলে দ্বিতীয়, ষষ্ঠ, নবম এবং দ্বাদশ স্থান সংক্রান্ত ফল প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে হয়। যে মানুষের সাড়েসাতির প্রথম পর্যায় চলে, তাঁকে জীবনে নানা দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হয়। ভাগ্যের উপর এর প্রভাব পড়তে দেখা যায়।

দ্বিতীয় পর্যায়ে, অর্থাৎ পরবর্তী দুই বছর ছয় মাস থেকে পাঁচ বছর সময়কাল শনি চন্দ্র রাশিতে অবস্থান করে। সেই সময় শনি উক্ত রাশিকে প্রভাবিত করার সঙ্গে তৃতীয়, সপ্তম এবং দশম স্থানের উপরও প্রভাব ফেলে। এর ফলে চন্দ্র রাশি, তৃতীয়, সপ্তম এবং দশম স্থান সংক্রান্ত ফলপ্রাপ্তিতে অসুবিধা হয়। দ্বিতীয় পর্যায়ে কর্মক্ষেত্রে বিশেষ জটিলতার সম্মুখীন হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়।

শেষের পাঁচ বছর থেকে সাত বছর ছয় মাস সময়কাল, অর্থাৎ সাড়েসাতির তৃতীয় বা শেষ পর্যায়ে শনি চন্দ্র রাশির দ্বিতীয় স্থানে অবস্থান করে। সেই সময় শনি দ্বিতীয়, চতুর্থ, অষ্টম এবং একাদশ স্থানের উপর প্রভাব বিস্তার করে। এর ফলে চন্দ্র রাশির, দ্বিতীয়, চতুর্থ, অষ্টম এবং একাদশ স্থান সংক্রান্ত ফলপ্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে হয়। তৃতীয় পর্যায়ে আয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।

প্রভাব ফেলার অর্থ যে সর্বদা কুপ্রভাব তা কিন্তু নয়। সুপ্রভাব পাবেন না কুপ্রভাব তা বেশ কিছু শর্তের উপর নির্ভরশীল। কিছু রাশির ক্ষেত্রে শনি যেমন শুভ গ্রহ, তেমনই কিছু রাশির ক্ষেত্রে শনি অশুভ গ্রহ। যে সমস্ত রাশির ক্ষেত্রে শনি শুভ গ্রহ, তাদের ক্ষেত্রে অবশই শুভ ফল দান করবে। সূক্ষ্ম বিচারে দেখা যায় সাড়েসাতিকালেও শনি পার্থিব বা অপার্থিব ক্ষেত্রে কোনও না কোনও শুভ ফল দান করে। তবে সাড়েসাতিতে শনি সবচেয়ে বেশি যা দান করে তা হল অভিজ্ঞতা এবং শিক্ষা। শনি আমাদের নানা কঠিন পরিস্থিতির জন্য তৈরি করে। জীবনে নিয়মানুবর্তিতার প্রয়োজন সম্বন্ধেও জানায়। সে ভাবে কোন পর্যায় সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলা সম্ভব নয়। সবটাই নির্ভর করে উক্ত রাশির ব্যক্তির কোষ্ঠীর উপর।

২০২৬-এ শনি মীন রাশিতে অবস্থান করছে। এর ফলে কুম্ভ রাশির শেষ, মীন রাশির দ্বিতীয় এবং মেষ রাশির সাড়েসাতির প্রথম পর্যায় চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement