আপনি রাজা হবেন না ফকির, অনেকটাই নির্ভর করে ওয়ালেটের (পার্সের) রং নির্বাচনের ওপর

মেয়েদের উপযুক্ত ওয়ালেটের রং গোলাপী এবং হলুদ। গোলাপী রং সৌভাগ্য দ্বিগুণ করতে ও হলুদ রং সৌভাগ্যকে উজ্জ্বল করতে সাহায্য করবে। ফেং শ্যুই মতে কালো রঙের ওয়ালেট অত্যন্ত শুভ। কালো রং সৌরশক্তিকে শোষণ করে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৯ ০০:০০
Share:

লোহার সিন্দুক হোক বা ব্যাঙ্ক, সব কিছুর আগে প্রাথমিক ভাবে যা আপনার অর্থকে নিরাপদ রাখে, তা হল ওয়ালেট। টাকা ঠিকঠাক রাখার প্রথম ধাপ হল ওয়ালেট। আপনি কেমন ওয়ালেট পছন্দ করেন, তাঁর ওপর শুধু আপনার ব্যক্তিত্ব নির্ভর করে না, ভাগ্যও কিছুটা নির্ভর করে।

Advertisement

আমরা জামা কাপড় পছন্দ করার জন্য যতটা সময় ও এনার্জি খরচ করি, তাঁর এক অংশও ওয়ালেট কেনার জন্য খরচ করি না। যেটা পছন্দ হল, সেটাই কিনে নেওয়ার প্রবণতা প্রায় সকলের মধ্যেই দেখা যায়। কিন্তু ফেংশুই মতে, ওয়ালেটের ভূমিকা অপরিসীম। ওয়ালেট মানানসই না হলে শুভ শক্তির প্রভাবে আর্থিক বৃদ্ধি হয় না।

ওয়ালেটের রঙের গুরুত্ব:

Advertisement

ওয়ালেট কেনার সময় রঙের ঠিকঠাক নির্বাচনের বিশেষ ভূমিকা রয়েছে। ওয়ালেটের রং সরাসরি আপনার আর্থিক ভাগ্যের ওপর প্রভাব ফেলে। ভুল রঙের ওয়ালেট ব্যবহার করলে যেমন আর্থিক উন্নতি হবে না, ঠিক তেমন সুনামের ক্ষেত্রেও বাধা সৃষ্টি করবে। ফেংশুই মতে, সঠিক রঙের ওয়ালেট ব্যবহার করলে আর্থিক উন্নতি হবেই।

আরও পড়ুন: অফিস পলিটিক্স থেকে বাঁচার সহজ কিছু টিপস

ফেং শ্যুই মতে সাদা, কালো, ধূসর, হলুদ ও গোলাপী রঙের ওয়ালেট ব্যবহার করা অত্যন্ত শুভ। ওয়ালেটের ক্ষেত্রে সবথেকে পজিটিভ ও শক্তিশালী রং সোনালী। এই রং আর্থিক উন্নতির সঙ্গে সঙ্গে ভাগ্যে শুভ বার্তা বয়ে আনে। বিশেষ করে যাঁরা দ্রুত উপার্জন করতে চান, তাঁদের জন্য এই রঙের ওয়ালেট উপযুক্ত। পুরোপুরি সোনালী না হলেও সোনালীর হালকা ছোঁয়া থাকতেই হবে।

মেয়েদের উপযুক্ত ওয়ালেটের রং গোলাপী এবং হলুদ। গোলাপী রং সৌভাগ্য দ্বিগুণ করতে ও হলুদ রং সৌভাগ্যকে উজ্জ্বল করতে সাহায্য করবে। ফেং শ্যুই মতে কালো রঙের ওয়ালেট অত্যন্ত শুভ। কালো রং সৌরশক্তিকে শোষণ করে। তাই এই রঙের মধ্যে সূর্যের তেজ বিদ্যমান থাকে। আর্থিক দূরাবস্থা থেকে বেরিয়ে আসতে ওয়ালেট কালো রঙের ব্যবহার করুন। কালো রঙের ওয়ালেট সকলের জন্যই শুভ।

তবে লাল ও নীল, এই দু’টি রঙের ওয়ালেট একদম ব্যবহার করতে নেই। লাল রং আগুনের সমগোত্র হিসেবে ও নীল রং ডুবে যাওয়ার ইঙ্গিত দেয়। তাই এই দুই রঙের ওয়ালেট ব্যবহার সৌভাগ্যের পথে বাধার সৃষ্টি করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন