bad planet

গ্রহের কুপ্রভাব থেকে কী ভাবে বাঁচবেন

দেখে নেওয়া যাক কোন গ্রহের প্রতিকারে কী রূপ টোটকা কার্যকারী হতে পারে

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

অশুভ গ্রহের কুপ্রভাব থেকে কী করে রেহাই পাওয়া যায়। জ্যোতিষ ও তন্ত্রমতে অশুভ গ্রহের প্রতিকারের একাধিক উপায় আছে। তার মধ্যে একটি সহজ উপায় হল অশুভ গ্রহের প্রতিকার হিসেবে কিছু টোটকা।

Advertisement

এখন দেখে নেওয়া যাক কোন গ্রহের প্রতিকারে কী রূপ টোটকা কার্যকারী হতে পারে—

১। রবির জন্য প্রতি রবিবার একটি তামার পাত্রে একটা জবাফুল, তিনটে ধান, তিনটে দূর্বা, একটি কাঁঠালি কলা, সূর্যের নীচে খোলা রেখে আসতে হবে। সন্ধেবেলা সেটা উঠিয়ে নিয়ে কোনও গাছের গোড়ায় দিয়ে দিতে হবে।

Advertisement

২। অশুভ চন্দ্রের জন্য শুক্লপক্ষে যখন পূর্ণ চন্দ্র উদয় হবে, তখন একটা পান, একটা সুপারি, একটা হরিতকী, একটা পাকা কলা, একটা পৈতে, একটা বাতাসা দিয়ে চাঁদকে প্রণাম করে মনোবাসনা জানিয়ে কোনও খোলা জায়গায় ফেলে দিতে হবে।

৩। অশুভ মঙ্গলকে রুখতে মঙ্গলবার হনুমানজীর কপালে সিঁদুর পরিয়ে সেই সিঁদুর দিয়ে নিজের কপালে টিপ লাগান। জলের স্রোতে বাতাসা, মধু ও সিঁদুর ভাসিয়ে দিন নিজের কষ্টের কথা জানিয়ে।

৪। অশুভ বুধের জন্য তামার পাত ফুটো করে নিজের নাম করে জলের স্রোতে ভাসিয়ে দিন। সম্ভব হলে বাড়িতে সবুজ টিয়া পুষুন।

৫। অশুভ বৃহস্পতিকে শান্ত করতে বৃহস্পতিবার কেশরের টিপ কপালে পরবেন। বাড়িতে হলুদ ফুলের গাছ লাগান।

৬। অশুভ শুক্রের হাত থেকে রেহাই পেতে একটা মুক্তো জলে দান করুন, একটা নিজের কাছে রাখুন।

৭। অশুভ শনির জন্য কৃষ্ণপক্ষের শনিবার উপবাস করুন। টানা তেতাল্লিশ দিন কালো কাককে খাওয়ান।

৮। অশুভ রাহুর প্রকোপ থেকে বাঁচতে মাকালীর মন্দিরে মালা দান করুন। নিজের ওজনের সমান ওজনের কয়লা প্রবাহমান জলে নিক্ষেপ করুন। এ ছাড়া শনিবার এক টুকরো রুপো নিজের কাছে রাখুন।

৯। অশুভ কেতুর জন্যে গণেশের উপাসনা করুন। গণেশ চতুর্থীতে উপোস করে কালো কুকুরকে খাওয়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন