কপালের বিশেষ রেখার মাধ্যমে আয়ু বিচার

মানবের মুখমণ্ডল, পোষাক পরিচ্ছদ ইত্যাদি থেকে অনেক কথা জানতে পারা যায়। অনুরূপ ভাবে কপালের রেখার মাধ্যমেও মানবের পরমায়ুর ধারণা পাওয়া সম্ভব।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০১৯ ০০:০০
Share:

মানবের মুখমণ্ডল, পোষাক পরিচ্ছদ ইত্যাদি থেকে অনেক কথা জানতে পারা যায়। অনুরূপ ভাবে কপালের রেখার মাধ্যমেও মানবের পরমায়ুর ধারণা পাওয়া সম্ভব।

Advertisement

এখন দেখে নেওয়া যাক কপালের রেখার সংখ্যা ও অবস্থানের ভিত্তিতে কী ভাবে আয়ুর বিচার করা যেতে পারে-

১। কপালে একটিও রেখা না থাকলে ৪০ বছর পরমায়ু হয়।

Advertisement

২। ছিন্ন ছিন্ন বা টুকরো টুকরো রেখা থাকলে তা অপমৃত্যু বোঝায়।

৩। কপালের মাঝখান থেকে দু’টি রেখা আগাগোড়া থাকলে তার প্রায় ১০০ বছর আয়ু হয়।

আরও পড়ুন: কোন রাশির মানুষ বেশি সন্দেহবাতিক হয় জানেন?

৪। কপালে দু’টি বড় রেখা থাকলে এবং তার উপর আরও তিনটি বড় রেখা থাকলে তার প্রায় ৬০ বছর আয়ু হয়।

৫। অস্পষ্ট ও স্পষ্ট, ছোট বড় কয়েকটি রেখা থাকলে তার ৪৪/৫০ বছর আয়ু হয়।

৬। যার ললাট চওড়া ও উপরে চুল পর্যন্ত বিস্তৃত, তার প্রায় ৮০ বছর আয়ু হয়।

৭। কপালে ৬-৭টি রেখা থাকলে তার অল্প আয়ু হয়ে থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement