শুধুমাত্র রাশির মিল হলেই রাজযোটক হয় না

জ্যোতিষ বিচারে সব থেকে শুভ যোগ, যদি পাত্রের রাশির পঞ্চম স্থানে পাত্রীর রাশি হয়। বিপরীত দিকে পাত্রীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। উদাহরণ স্বরূপ, পাত্রের যদি কন্যা রাশি হয়, তা হলে পাত্রীর মকর রাশি কিংবা পাত্রীর মীন রাশি হলে পাত্রের কর্কট রাশি।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৯ ০০:০৫
Share:

কেবলমাত্র রাশির মিল হলেই যে সেই বিবাহ আদর্শ বা রাজযোটক, তা নয়। বিবাহ বিচারে প্রথম প্রাধান্য দেওয়া হয় দু’জনের মানসিক মিলনের। বিশেষত সার্বিক সুখকর গ্রহের অবস্থান আদর্শ মিলনে জরুরী।
জ্যোতিষ বিচারে সব থেকে শুভ যোগ, যদি পাত্রের রাশির পঞ্চম স্থানে পাত্রীর রাশি হয়। বিপরীত দিকে পাত্রীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। উদাহরণ স্বরূপ, পাত্রের যদি কন্যা রাশি হয়, তা হলে পাত্রীর মকর রাশি কিংবা পাত্রীর মীন রাশি হলে পাত্রের কর্কট রাশি।
যোটক বিচারে বিবাহের ক্ষেত্রে আদর্শ যদি পাত্র-পাত্রীর জন্মকুণ্ডলীতে প্রজাপতি নির্বন্ধ যোগ হয়। এই যোগে বিবাহিত জীবন ভীষণ আনন্দময় হয়ে ওঠে। জীবন হয় সুখ ও শান্তিতে পরিপূর্ণ।

Advertisement

আরও পড়ুন:পদ্মিনী, চিত্রিণী, শঙ্খিনী, হস্তিনী— এই চার প্রকার নারী চেনার উপায় জেনে নিন

এই যোগ থাকলে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে লক্ষ্মীলাভ হতে দেখা যায়। পাত্র-পাত্রীর এই যোগ থাকলে কোনও বিচারের প্রয়োজন পড়ে না। এক কথায় যোটক বিচার করার দরকার পরে না।
কোন রাশির সঙ্গে কোন রাশি যোটক বিচারে ভীষণ শুভপ্রদ:
• মেষ– কর্কট, সিংহ, ধনু, মকর।
• বৃষ– সিংহ, কন্যা, কুম্ভ ও মকর।
• মিথুন– কন্যা, তুলা, কুম্ভ ও মীন।
• কর্কট– তুলা, বৃশ্চিক, মেষ ও মীন।
• সিংহ– মেষ, বৃষ, বৃশ্চিক ও ধনু।
• কন্যা– ধনু ও বৃষের ক্ষেত্রে সবচেয়ে ভাল। তবে মকর ও মেষ বাদ দিয়ে অন্যান্য রাশিতে মধ্যম।
• তুলা– মকর, কুম্ভ ও কর্কট।
• বৃশ্চিক– কর্কট, মীন, কুম্ভ ও সিংহ।
• ধনু– সিংহ, কন্যা, মেষ ও মীন।
• মকর– কন্যা, তুলা, মেষ ও মীন।
• কুম্ভ– বৃষ ও তুলা রাশি।
• মীন– কন্যা, বৃশ্চিক, ধনু, কর্কট ও মীন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন