শুধুমাত্র মুখ দেখেই রবির জাতকদের কী ভাবে চেনা যায়

রবি গ্রহের প্রভাব যুক্ত মুখমণ্ডলের জাতক-জাতিকা কেমন হতে পারেন

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৯ ০০:০০
Share:

মানুষের চরিত্র বড়ই বিচিত্র। প্রতিটি মানুষই একে অন্যের থেকে আলাদা। প্রত্যেকেই স্বতন্ত্র। কেউই কারও মতো নয়, হওয়া সম্ভবও নয়। কিন্তু কী ভাবে চেনা যাবে কারও প্রকৃত রূপ? হ্যাঁ, জ্যোতিষ শাস্ত্রের একটি বিশেষ শাখা ‘সামুদ্রিক শাস্ত্র’-র মাধ্যমে মানুষের মুখের গঠন অনুযায়ী ফলাদেশ করতে পারা যায়।

Advertisement

এখন দেখে নেওয়া যাক, রবি গ্রহের প্রভাব যুক্ত মুখমণ্ডলের জাতক-জাতিকা কেমন হতে পারেন:

রবির জাতক বা জাতিকা:

Advertisement

১। চেহারা হবে মাঝারি ধরনের ও সুগঠিত।

২। কোনও ক্ষেত্রে দীর্ঘাকৃতি, আবার কোনও ক্ষেত্রে খুব বেশি বড়সড় নয়।

৩। মাথার চুল রেশম সুলভ।

আরও পড়ুন: মৃগশিরা নক্ষত্রের জাতকের চারিত্রিক বৈশিষ্ট্য, পেশা এবং পারিবারিক জীবন কেমন হয়

৪। গলার স্বর মিষ্টি না হলেও কর্কশ নয়। স্বর গম্ভীর প্রকৃতির হয়।

৫। সাজ-পোশাকের মধ্যে যথেষ্ট রুচি ও শিল্পীসুলভ বৈশিষ্ট্য থাকে।

৬। এরা সহজেই সকলকে আকর্ষণ করতে পারে।

৭। এরা নিজ বৈশিষ্ট্যে সহজেই সমাদৃত হয়।

৮। এরা একটু মেজাজি হলেও যথেষ্ট মৌলিকতা ও প্রতিভা থাকে।

৯। এদের প্রেম করে বিবাহের সম্ভাবনা থাকে।

১০। এরা নিজের পরিবারের সুখ-শান্তির প্রতি বিশেষ নজর রাখে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন