চোখ দেখে মানুষের স্বভাব বিচার

চোখের মাপ বা বড় চোখ হলে ব্যক্তি কাষ্ঠ উপাদান সম্পন্ন। সে ভদ্র ও খোলা মনের মানুষ। বড় চোখ, সোজা দৃষ্টি ও চোখ গভীর হলে বোঝায় জাতক পার্থিব ও ধাতব গুণের মানুষ।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

চোখের মাপ- চোখের মাপ বা বড় চোখ হলে ব্যক্তি কাষ্ঠ উপাদান সম্পন্ন। সে ভদ্র ও খোলা মনের মানুষ। বড় চোখ, সোজা দৃষ্টি ও চোখ গভীর হলে বোঝায় জাতক পার্থিব ও ধাতব গুণের মানুষ।

Advertisement

উজ্জ্বল চোখ- স্বচ্ছ দৃষ্টি এবং গভীর চোখ নির্দেশ করে, জাতক প্রচুর সহ্যের অধিকারী। যদি চোখ নীচের পাতার সঙ্গে মেশে, তা হলে জাতক ভয়ার্ত এবং দুশ্চিন্তাগ্রস্ত হয়।

দু’টি চোখের দূরত্ব থেকে মানুষের প্রকৃতি- দু’টি চোখের দূরত্ব বেশি থাকলে জাতক বিভিন্ন প্রকার উপকরণ থেকে আনন্দ পায়। খোলা মনের ও দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হয়। উল্টোদিকে দু’টি চোখের দূরত্ব কম হলে জাতকের দূরদৃষ্টি কম হয়। কম মানসিক শক্তির অধিকারী হয় এবং খুব বড় মানসিকতা সম্পন্ন হয় না।

Advertisement

স্ফীত চোখ- এই জাতকের নতুন কোনও অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। খোলা মন, কিন্তু কোনও কোনও সময়ে অপরের কাজে হস্তক্ষেপ করে।

সন্দেহমূলক চোখ- গোপনীয়তা মেনে চলা ও সন্দেহপ্রবণতা এদের ধর্ম। নিজেরা সুখী কম হয়। এবং এরা একটু বেশি চিন্তাশীল হয়।

বিস্ময়কর চোখ- অস্থির প্রকৃতির, অনিশ্চিত ভবিষ্যৎ ও অসৎ প্রকৃতির ব্যক্তি হন।

ঘন নীল চোখ- বিশেষ ভদ্র, সংবেদনশীল ও অতি যৌন চেতনার অধিকারী ব্যক্তি হন।

আরও পড়ুন: রাশি অনুযায়ী বিবাহে কী কী শুভ, কী কী অশুভ

হালকা নীল চোখ- বুদ্ধিমান এবং আকর্ষণীয় হয়।

ধূসর চোখ- প্রচণ্ড বুদ্ধিমান, কল্পনাপ্রবণ। কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারে এমন ব্যক্তি।

কালো চোখ–কঠিন প্রকৃতির হয়।

ঘন সবুজ– অত্যন্ত কর্মতৎপর, বাস্তববাদী, গভীর অনুধাবন ক্ষমতা সম্পন্ন ব্যক্তি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন