কেমন যাবে ফেব্রুয়ারি ২০১৭

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

মেষ: দাম্পত্য জীবনে সন্তান নিয়ে বিবাদ হতে পারে। ক্ষমতাসম্পন্ন কোনও ব্যক্তির কারণে বাড়তে পারে ভয়। প্রেমে মনোমালিন্য হওয়ার সম্ভাবনা। এ বছর বন্ধুর সংখ্যা বাড়বে।

Advertisement

বৃষ: নতুন কোনও কাজ এ মাসে শুরু না করাই ভাল। গোটা মাসটা অর্থাভাবে কাটতে পারে। কর্মস্থানে বাধা। দূরের কোনও বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। সন্তান সম্পর্কিত ব্যাপারে ভাল যোগ।

Advertisement

মিথুন: ছোটখাটো বিপদ থেকে সাবধান। স্ত্রীর সঙ্গে একটু বুঝে কথা বলুন। বিবাদ বাড়তে পারে। ব্যাঙ্ক থেকে লোন পাওয়ার আশা। পড়াশোনায় মন বসবে।

কর্কট: সদগুরু প্রাপ্তি হতে পারে। আশাধিক লাভ হওয়ার সম্ভাবনা। কোনও মহিলার প্রতি আনুরাগ বাড়বে। বাড়িতে অতিথি আসতে পারেন। অর্থনৈতিক ব্যাপারে বাধা আসতে পারে, তবে তা বেশি বেগ দেবে না।

সিংহ: জটিল চিন্তায় মানসিক চাপ বাড়বে। মঙ্গলজনক কোনও কাজ হওয়ার সম্ভাবনা। প্রেমের ব্যাপারে বাধা আসতে পারে। পেটের সমস্যায় ভোগার সম্ভাবনা।

কন্যা: প্রেমের ব্যাপারে অবসাদ বাড়তে পারে। সন্তানের ব্যয় বৃদ্ধি পাবে। সাংসারিক অশান্তির জেরে মানসিক কষ্ট। ব্যবসায় নতুন অংশীদারের আগমন।

তুলা: ভুল বোঝাবুঝি থেকে মনে কষ্ট। কাজের একটু অনিহা আসতে পারে। ব্যবসায় মূলধনের জন্য চাপ। বাবামায়ের সঙ্গে কোনও কারণে বিবাদ। রক্তচাপ বাড়তে পারে।

বৃশ্চিক: এ মাসে বেকারদের চাকুরির সুযোগ আসতে পারে। ভাল কাজের প্রতিদানে জুটতে পারে উপহাস। বাবা, মা-র কারণে আনন্দ লাভ। সব দিকে ভাল যোগাযোগ মিলতে পারে এ সময়, কিন্তু ফল সামান্য।

ধনু: প্রতিবেশীর সঙ্গে বিবাদের আশঙ্কা। আহেতুক অর্থ ব্যয় হতে পারে। চাকুরিস্থলে কোনও গোলযোগ বাঁধতে পারে। ফাটকা কোনও ব্যবসায় লাভের যোগ।

মকর: ভাল ব্যবহারের জন্য সুনাম বৃদ্ধি। বছরের এই সময় আভিনেতাদের ভাল যোগ। প্রেমের ব্যপারে শুভ খবর আসতে পারে। নিজের বুদ্ধির জোরে শত্রুর মোকাবিলা। স্ত্রীর জন্য খরচ বৃদ্ধি হতে পারে।

কুম্ভ: এ মাসে ব্যবসার দিকে খুব ভাল ফল পাবেন না। তবে কিছু পাওনা আদায় হতে পারে। বিবাহ জীবন একটু বিঘ্ন থাকতে পারে। ব্যবহারে ত্রুটি থাকার জন্য প্রেমে অশান্তি।

মীন: শত্রুর কারণে মনে ক্ষোভ বাড়তে পারে। ব্যবসায় কোনও মহিলার জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়িতে কোনও কাজ শুরু হতে পারে। স্ত্রীকে নিয়ে একটু চিন্তা বৃদ্ধি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন