কেমন যাবে অক্টোবর ২০১৭

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৭ ০০:০০
Share:

মেষ: কাউকে উপযাচক হয়ে জ্ঞান দেবেন না। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ হতে পারে। দাম্পত্যে ভাল সময় কাটবে। কর্মস্থল নিয়ে একটু ভয় কাজ করবে। অর্থনৈতিক ব্যাপারে বাড়তে পারে চাপ।

Advertisement

বৃষ: অর্থপ্রাপ্তির যোগ আছে। চাকরিজীবীদের জন্য ভাল সময়। ভালবাসা পাওয়ার সম্ভাবনা। দূরে বেড়াতে যাবেন না, বিপদের যোগ।

Advertisement

মিথুন: গানবাজনা নিয়ে যাঁরা চর্চা করেন, তাঁদের অনুরাগ বাড়বে। অন্যের কাছে নিন্দার পাত্র হতে হবে। বাবার কারণে মনোকষ্ট বাড়বে। বৈবাহিক জীবনে ভাল সময়।

কর্কট: ব্যবসায় মন্দা দেখা দিতে পারে। শত্রুর সঙ্গে আপোসের আলোচনা। লিভারের সমস্যা বাড়তে পারে। আশা পূরণ হতে পারে প্রেমে। সামাজিক সম্মান লাভের সম্ভাবনা।

সিংহ: মধ্য ভাগে শত্রুর কারণে মনে ভয় কাজ করতে পারে। নতুন কাজের সন্ধান মিলবে। সংসারের জন্য মঙ্গলজনক। সন্তানের জন্য ব্যাকুলতা বাড়তে পারে।

কন্যা: স্বপ্নপূরণ হতে পারে। মায়ের শরীর নিয়ে চিন্তা। ভ্রমণে খরচ বাড়তে পারে। ব্যবসায় লাভ বৃদ্ধি। অর্থনৈতিক অবস্থা ভাল হতে পারে।

তুলা: মনে উদাসীন ভাব আসতে পারে। শরীরে কোনও রোগ বাসা বাধতে পারে। কাজে সাফল্য আসতে পারে। পড়াশোনার নতুন কোনও ব্যবস্থা হতে পারে।

বৃশ্চিক: ভ্রমণে অশান্তি বাধতে পারে। ভাল কাজ করেও ভাল ফল পাবেন না। কোনও মহিলা নিয়ে বিবাদ হতে পারে। প্রিয় জনের থেকে আঘাত আসতে পারে।

ধনু: কোনও ভাল কাজের জন্য মনে শান্তি পাবেন। বেকারদের কাজের সুযোগ মিলতে পারে। সম্পত্তি নিয়ে চিন্তা বাড়তে পারে। ব্যবসার যোগ ভাল।

মকর: এই সময় আপনার নিজেরই কোনও কাজ আপনার মনকে আঘাত দিতে পারে। বন্ধুদের সাথে বেশি তর্ক না করা ভাল হবে। নিজের সুপ্ত অহংকার থেকে বেরিয়ে আসুন। শত্রুর জন্য আইনি ব্যবস্থা নেওয়ার ভাল সময়।

কুম্ভ: এই সময় মালিকের অনুগত থাকার জন্য লাভ হতে পারবেন। চাকরিতে কিছু পরিবর্তন আসতে পারে। প্রেমের জন্য খরচ বৃদ্ধি। স্ত্রীর জন্য মানসিক চাপ বাড়তে পারে।

মীন: অশান্তির জন্য এই মাসে মন খারাপ থাকতে পারে। কোনও কাজে বাধা আসতে পারে। প্রেমের জন্য চাপ বৃদ্ধি। একটু সাবধানে চলাফেরা করা দরকার। পুজোপাঠে মনের শান্তি আসবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement