Purnima Fast Rituals and Benefits

জন্মছকে চাঁদ খারাপ অবস্থানে আছে? পূর্ণিমার ব্রত পালনে বিপদ কাটতে পারে, পালনের নিয়মগুলি জেনে নিন

চাঁদকে শান্ত করার উদ্দেশে এবং পূর্ণিমার বিশেষ তিথি মেনে অনেকেই এই দিন উপবাস রাখেন। তবে পূর্ণিমার ব্রত পালনের নানা নিয়ম রয়েছে। সেগুলি সঠিক ভাবে পালন করলে নানা ভাল ফল পাওয়া যেতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১১:২৮
Share:

—প্রতীকী ছবি।

হিন্দুমতে পূর্ণিমা ও অমাবস্যার মাহাত্ম্য অনেক। এক বছরে, অর্থাৎ ৩৬৫ দিনে মোট ১২ বা ১৩টি পূর্ণিমা ও অমাবস্যা হয়। পূর্ণিমার আকাশ আলো করে থাকে পূর্ণ চাঁদ। প্রতিটি পূর্ণিমাই এক একটি বিশেষ তিথির সঙ্গে সংযুক্ত। জ্যোতির্বিদ্যা মতে চাঁদ একটি উপগ্রহ হলেও, মানুষের জীবনে ও জন্মছকে চাঁদের প্রভাবের উপর ভিত্তি করে জ্যোতিষশাস্ত্রে চাঁদকে একটি গ্রহের সমতুল্য স্থান দেওয়া হয়।

Advertisement

শাস্ত্রমতে, চাঁদ সরাসরি আমাদের মনের সঙ্গে সম্পর্কিত। আমাদের অভ্যন্তরীণ অনুভূতি, মেজাজ, মানসিকতা প্রভৃতির উপর চাঁদের প্রভাব রয়েছে। জন্মছকে চাঁদ যদি দুর্বল হয় তা হলে সেটির প্রভাব সরাসরি গিয়ে পড়ে আমাদের মনের উপর। আমরা দুর্বল হয়ে পড়ি, ছোটখাটো ব্যাপারে ভেঙে পড়ি। এক কথায় চাঁদের কুপ্রভাবে আমরা বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি। ভুল সিদ্ধান্ত নেওয়ার ঝোঁক দেখা যায়। চাঁদকে শান্ত করার উদ্দেশে এবং পূর্ণিমার বিশেষ তিথি মেনে অনেকেই এই দিন উপবাস রাখেন। তবে পূর্ণিমার ব্রত পালনের নানা নিয়ম রয়েছে। সেগুলি সঠিক ভাবে পালন করলে নানা ভাল ফল পাওয়া যেতে পারে।

পূর্ণিমার ব্রত পালনের নিয়মকানুন:

Advertisement

১. পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে উঠে কোনও নদীতে স্নান করতে পারলে খুব ভাল হয়। বাড়ির আশপাশে নদী না থাকলে পুকুরেও স্নান করা যেতে পারে।

২. পূর্ণিমার পুজো করার বিশেষ কোনও নিয়ম নেই। আপনার মন যে ভাবে চাইবে, সে ভাবে পুজো করলেই হবে। সত্যনারায়ণের পুজো করার জন্য পূর্ণিমার তিথি আদর্শ। সেই দিন সিন্নি চড়িয়ে সত্যনারায়ণের পুজো করতে পারলে খুব ভাল হয়। এ ছাড়া শিব এবং বিষ্ণুরও পুজো করা যেতে পারে।

৩. সারা দিন কিছু না খেয়ে উপবাস না রাখতে পারলেও অসুবিধা নেই। তবে নিরামিষ খাবার অবশ্যই খেতে হবে। পূর্ণিমার দিন শস্যদানা ও নুন ছাড়া খাবার খেতে পারলে খুব ভাল হয়।

৪. পূর্ণিমার ব্রত শেষ হয় সন্ধ্যাবেলা চাঁদ দেখার মধ্য দিয়ে। সন্ধ্যাবেলা চাঁদ দেখার পর প্রসাদ গ্রহণ করে এই ব্রতের সমাপ্তি ঘটে।

পূর্ণিমার ব্রত পালনের উপকারিতা:

১. জন্মছকে চাঁদ খারাপ অবস্থানে থাকলে সেটির কুপ্রভাব থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া যায়।

২. মন ধীরস্থির হয়, মনোবল বৃদ্ধি পায়, চঞ্চলতা কমে।

৩. কাজের প্রতি অনীহা কেটে গিয়ে কর্মক্ষেত্রে সাফল্য আসার পথ প্রশস্ত হয়। শিক্ষাক্ষেত্রেও উন্নতি লক্ষ্য করা যায়।

৪. আর্থিক সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়।

৫. শরীরের উপরও নানা ইতিবাচক প্রভাব পড়ে। ঘুম ভাল হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement