বৃষ লগ্নের ক্ষেত্রে গৃহ সুখ কখন কেমন হয়

দেখে নেওয়া যাক গ্রহ ও নক্ষত্রের ভিত্তিতে গৃহসুখ কেমন হতে পারে

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০০
Share:

বৃষ লগ্ন প্রকৃতপক্ষে রাজসিক গ্রহ শুক্রের ক্ষেত্র। তার চতুর্থভাব হচ্ছে সিংহ রাশি। সেখানে আছে তিনটি নক্ষত্র। মঘা, পূর্ব ফাল্গূনী ও উত্তর ফাল্গুনী। এই তিনজনের অধিপতি যথাক্রমে কেতু, শুক্র ও রবি।

Advertisement

এখন দেখে নেওয়া যাক গ্রহ ও নক্ষত্রের ভিত্তিতে গৃহসুখ কেমন হতে পারে-

১। রবি যদি বৃষ লগ্নের চতুর্থে মঘা নক্ষত্রে অবস্থান করে, তা হলে সাধারণ ভাবে এই যোগে গৃহসমস্যা জীবনের প্রথম ভাগ থেকেই থাকবে।

Advertisement

২। যদি কেতু শুভ হন অর্থাৎ কেতু যদি শুভ ভাবে জন্মকালীন অবস্থান করে বৃহস্পতি ও শুক্রের সঙ্গে যুক্ত বা দৃষ্ট হন, তা হলে গৃহের সমস্যা কিছুটা হ্রাস পায় বলেই দেখা যায়।

৩। জন্মকালীন রবি যদি শুক্রের নক্ষত্রে থাকেন এবং শুক্র বলবান হয়ে রাশিচক্রে থাকেন, তা হলে মনোরম গৃহে বসবাস করতে পারবেন।

৪। জন্মকালীন শুক্র যদি দুর্বল হন, তা হলে গৃহে নানা প্রকার অশান্তি দেখা যাবে।

আরও পড়ুন: শুধুমাত্র পদবী থেকে আপনার সম্বন্ধে কী জানা যায় (প্রথম পর্ব)

৫। রবি যদি রবির নক্ষত্রে অর্থাৎ উত্তর ফাল্গুনী নক্ষত্রে থেকে চতুর্থে থাকেন, তা হলে শুভফলের উৎকর্যতা কিছু হবে। এই যোগের সঙ্গে শুক্র ও বৃহস্পতির সম্পর্ক যদি চতুর্থভাবের সঙ্গে হয়, তা হলে সেই গৃহ সুন্দর হবেই। জাতক সুখেও কালাতিপাত করতে পারবেন।

জ্যৈষ্ঠ, আষাঢ় এবং শ্রাবণ মাসে ধ্বজে (পূর্ব দিক) গৃহ প্রস্তুত ও নির্মাণের পক্ষে আদর্শ ও বিশেষ শুভ ধরা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন