ভ্রমণ ও বদলিতে কেতুর ভূমিকা

আমরা জানি যে, বায়ু পথে ভ্রমণে বৃহস্পতির ভূমিকা থাকে, জল পথে ভ্রমণে চন্দ্রের প্রভাব থাকে, সেইরূপ, বাৎসরিক রাশিচক্রে গোচরে কেতু লগ্ন বা রাশি কোন ভাবে থাকে তার উপর নির্ভর করে ভ্রমণ ও বদলি।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ০০:০১
Share:

আমরা জানি যে, বায়ু পথে ভ্রমণে বৃহস্পতির ভূমিকা থাকে, জল পথে ভ্রমণে চন্দ্রের প্রভাব থাকে, সেইরূপ, বাৎসরিক রাশিচক্রে গোচরে কেতু লগ্ন বা রাশি কোন ভাবে থাকে তার উপর নির্ভর করে ভ্রমণ ও বদলি।

Advertisement

কেতু যদি লগ্ন বা রাশিতে অবস্থান করে, তখন ভ্রমণের সুযোগ আসে, কিন্তু ভ্রমণ বা বদলি হয় না।

গোচরে কেতু দ্বিতীয় ভাবে অবস্থান করে, তখন প্রমোশন সহ বদলি হয়, তবে অষ্টম ভাবে অশুভ কোনও গ্রহের প্রভাব না থাকে।

Advertisement

গোচরে তৃতীয়ে কেতু বোঝায় আত্মীয়স্বজন নিয়ে ভ্রমণ।

চতুর্থে গোচরে কেতু এলে সেভাবে কোনও ভ্রমণ হয় না, যদি হয় তবে মা যে স্থানে বাস করে সেই স্থানে যাওয়া বোঝায়।

পঞ্চম ভাবে গোচর কেতু নির্দেশ করে চাকুরীস্থলে এক ঘর থেকে অন্য ঘরে বদলি। এই পরিবর্তন সব ক্ষেত্রে শুভই হয়।

ষষ্ট ঘরে গোচরে কেতু এলে বোঝায় নিকটবর্তী কোন শহরে বদলি। অনেক সময় ধরাধরি করে এই বদলি কাটানো যায়।

সপ্তম ঘরে কেতু এলে কর্মক্ষেত্রে অবশ্যই কোনও পরিবর্তন হয়।

অষ্টম ঘরে গোচরে কেতু এলে নিজের ইচ্ছার বিরুদ্ধে স্থান পরিবরর্তন করতে হয় অথবা বদলি নিতে বাধ্য হয়।

নবম ঘরে কেতু স্বেছায় নিজের জন্মভূমিতে প্রত্যাবর্তন বোঝায়।

দশম ঘরে গোচরে কেতু বদলি হবে কি হবে না এই দোদুল্যমানতায় ভুগতে হয়।

একাদশ ঘরে কেতু মানেই কাগজে কলমে বদলি কিন্তু জাতক আগের জায়গায় থেকে যায়। যদি বদলি নেয়, তবে বিশেষ লাভবান হয়।

দ্বাদশে গোচরে কেতু থাকলে জাতক বদলি নেবে কি নেবে না সেটা তার ইছার উপর নির্ভর করে কিন্তু প্রমোশান নিশ্চিত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন