ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
শীতকাল মানেই বাজারে রকমারি গোলাপের মেলা। গোলাপের সৌন্দর্য দেখে মন মজে না এমন মানুষ হয়তো হাতেগোনা কয়েক জনই রয়েছেন। তবে গোলাপ কেবল দেখতেই সুন্দর নয়, এর নানা গুণও রয়েছে। অনেকেই শীতকালে বাড়িতে নানা রঙের, নানা আকৃতির গোলাপের গাছ লাগান। তবে গোলাপ দেখতে সুন্দর হলেও, সেই গাছ কাঁটাযুক্ত। তাই বাড়িতে এই গাছ রাখলে কি জীবনের উপর অশুভ প্রভাব পড়ে? জেনে নিন শাস্ত্র কী বলছে।
বাড়িতে গোলাপগাছ রাখা কি অশুভ?
দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ফুল হল গোলাপ। প্রতি সপ্তাহের শুক্রবার দেবী লক্ষ্মীকে পদ্মফুলের সঙ্গে গোলাপ ফুল নিবেদন করতে খুব ভাল ফল পাওয়া যায় বলে বিশ্বাস। এ ছাড়াও গোলাপ হল ভালবাসার প্রতীক। তার চিত্তাকর্ষক লাল রং ও গন্ধের জন্যই একে ভালবাসার প্রতীক বলা হয়ে থাকে। প্রেম বিনিময়ের ক্ষেত্রে গোলাপ না থাকলে সেটি যেন অসম্পূর্ণ থেকে যায়। এই সকল কারণে গোলাপগাছ বাড়িতে রাখলে কোনও অসুবিধা নেই। বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে গোলাপগাছ রাখা অত্যন্ত শুভ।
বাড়ির কোন দিকে গোলাপগাছ লাগানো শুভ?
বাস্তুমতে, বাড়ির দক্ষিণ-পশ্চিম দিক গোলাপগাছ লাগানোর জন্য শ্রেষ্ঠ। বিশেষ করে, লাল গোলাপের গাছ হলে সেটি সর্বদা বাড়ির দক্ষিণ দিকেই লাগানো উচিত। এতে মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় বলে বিশ্বাস। তবে বাড়ির সদর দরজার নিকটবর্তী স্থানে গোলাপগাছ রাখা উচিত নয়।