—প্রতীকী ছবি।
জীবনের পথ কখনও মসৃণ হয় না। তাতে নানা চড়াই-উতরাই থাকা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। সফলতার পথে অল্পবিস্তর বাধা থেকেই থাকে। কিন্তু প্রতি বাঁকে ধাক্কা খেতে হলে এগিয়ে চলা মুশকিল হয়ে পড়ে। কিন্তু এমনটা হামেশাই হতে দেখা যায়। শাস্ত্র জানাচ্ছে, রাশিচক্রের সাত রাশিকে জীবনের প্রতি পদে বাধার সম্মুখীন হতে হয়। এঁদের কোনও কাজই স্বাভাবিক ছন্দে সম্পূর্ণ হয় না। অভাগাদের তালিকায় কারা রয়েছেন দেখে নিন।
কোন রাশির ব্যক্তিদের সব সময় নানা বাধার সম্মুখীন হতে হয়?
বৃষ: বৃষ রাশির ব্যক্তিরা নিজেদের স্বাচ্ছন্দ্যের বৃত্ত ছেড়ে বেরোতে ভয় পান। এঁরা পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন না। সেই কারণে এঁদের প্রতি পদে বাধার সম্মুখীন হতে হয়। সফলতার হাতছানি এঁদের থেকে দূরে সরে যেতে থাকে। নিজের চেনা ছকের বাইরে বেরিয়ে কাজ করতে পারলে, নতুন জিনিস শেখার মানসিকতা আনতে পারলে এই রাশির জাতক-জাতিকারা অনেক দূরে যেতে পারবেন।
কর্কট: আবেগতাড়িত কর্কট জাতক-জাতিকাদের পারিবারিক সমস্যা পিছু ছাড়তে চায় না। এঁরা কাছের মানুষদের নিয়ে প্রয়োজনের তুলনায় বেশি ভেবে ফেলেন, সেই কারণে তাঁদের সমস্যা এঁদের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সেই প্রভাব কর্কট জাতক-জাতিকাদের পেশাজীবনের উপরও পড়তে দেখা যায়। আবেগের সাগরে বয়ে যাওয়া সামলাতে পারলেই এঁদের সফলতার পথে আসা বাধার পরিমাণ কিছুটা হলেও কমে।
বৃশ্চিক: বৃশ্চিক জাতক-জাতিকারা কাউকে মন খুলে বিশ্বাস করতে পারেন না। সেই কারণে নানা সুযোগ এঁদের হাতছাড়া হয়ে যায়। এই রাশির ব্যক্তিরা সব কিছুর বিচার এঁদের অতীতে পাওয়া ব্যথা থেকে করে থাকেন। সেই কারণে এঁদের অপরের থেকে পিছিয়ে পড়তে হয়। মন খুলে কথা বলতে পারলে ও বিশ্বাস করতে পারলেই এঁদের সমস্যার পরিমাণ অনেকটা কমে যাবে।
ধনু: ধনু রাশির ব্যক্তিরা অত্যন্ত একগুঁয়ে হন। এঁরা নিজের ভাবনায় ভর করে জীবন কাটাতে ভালবাসেন। পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা এঁদের তুলনামূলক কম। সেই কারণে জীবনে চলার পথে এঁদের নানা বাধার সম্মুখীন হতে হয়। পরিবর্তিত পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা ও অপরের কথায় গুরুত্ব দেওয়ার মানসিকতা এঁদের সেই বাধা কাটিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে।
মকর: শনির রাশি মকরকে ছোট বয়স থেকেই নানা বাধার সম্মুখীন হতে হয়। এঁরা একাচোরা হয় বলে আশপাশের মানুষেরা নানা কায়দায় এঁদের পরীক্ষা নেন। ধৈর্য থেকে কর্মদক্ষতা, এঁদের সব কিছুই যাচাই করে দেখা হয়। সেই কারণে মকরের কোনও কিছুই স্বাভাবিক ছন্দে ঘটে না।
কুম্ভ: কুম্ভ রাশির জাতক-জাতিকাদেরও ছোট বয়স থেকেই একই সমস্যার সম্মুখীন বার বার হতে হয়। সব ক্ষেত্রেই বাধা এঁদের সঙ্গী হয়। সেই সমস্যা আরও বৃদ্ধি পায় কারণ আশপাশের মানুষেরা এঁদের বুঝতে ভুল করেন। ফলত কারও সাহায্য এঁরা সে ভাবে পান না। তবে বাধা পেরিয়েও এঁরা সফলতার শীর্ষে পৌঁছোন।
মীন: সংবেদনশীল মীন রাশির ব্যক্তিদের জীবনে প্রচুর আত্মত্যাগ করতে হয়। এঁরা কঠিন মুহূর্ত মোকাবিলা করতে ভয় পান, বদলে পালিয়ে যাওয়ার পথ খোঁজেন। সেই কারণে সফলতা এঁদের থেকে দূরে চলে যায়। জটিল পরিস্থিতি কী ভাবে সামলাতে হয় এবং নিজের সিদ্ধান্তে টিকে থাকার কায়দা শিখে গেলেই মীন জাতক-জাতিকারা সফল হতে পারেন।