Magh Maash Rituals

চলতি মাঘেই কেটে যাবে অর্থকষ্ট! মাস জুড়ে পাঁচ উপায় পালনে ঘটবে চমৎকার, কেটে যাবে অভাবের কালো মেঘ

মাঘ মাস জুড়ে যদি সহজ কিছু উপায় পালন করা যায় তা হলে আর্থিক ক্ষেত্র উন্নত করা সম্ভব বলে জানাচ্ছে শাস্ত্র। এর ফলে জীবন থেকে টাকার অভাব দূর হয়। জীবনে সুপরিবর্তন দেখতে পাওয়া যায়।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১১:৩৪
Share:

—প্রতীকী ছবি।

১৫ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে বাংলা ক্যালেন্ডারের দশম মাস মাঘ। লক্ষ্মীর বারে শুরু হচ্ছে মাঘ মাস। পৌষ জুড়ে মল মাস পালন করার পর মাঘ থেকে পুনরায় তিথি মেনে বাঙালি হিন্দুদের নানা শুভ কাজ সম্পন্ন করার চল দেখতে পাওয়া যায়। মাঘ মাস জুড়ে যদি সহজ কিছু উপায় পালন করা যায় তা হলে আর্থিক ক্ষেত্র উন্নত করা সম্ভব বলে জানাচ্ছে শাস্ত্র। এর ফলে জীবন থেকে টাকার অভাব দূর হয়। জীবনে সুপরিবর্তন দেখতে পাওয়া যায়। কী কী উপায় মানতে হবে জেনে নিন।

Advertisement

উপায়:

১. মাঘ মাসের প্রতি দিন সন্ধ্যাবেলা বাড়ির উত্তর দিকে মুখ করে প্রদীপ জ্বালান। উত্তর দিক হল কুবেরের দিক। এই দিকে প্রদীপ জ্বালালে কুবেরের কৃপা লাভ করা যায়। অর্থকষ্ট দূর হয়।

Advertisement

২. প্রতি দিন সন্ধ্যাবেলা ঘরে এবং তার আশপাশে ধূপ-ধুনো দেখান। লক্ষ্মীদেবীর সামনে প্রদীপ জ্বালান। এরই সঙ্গে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মীদেবীর পাঁচালি পড়ুন। তার পর তাঁর কাছে সকল মনোস্কামনা জানিয়ে পুজো সম্পন্ন করুন। সম্ভব হলে লক্ষ্মীর ঘটও স্থাপন করতে পারেন।

৩. মাঘের প্রতি মঙ্গলবার ও শনিবার সন্ধ্যায় হনুমানজির আরাধনা করুন। তাঁর সামনে এক টুকরো ফটকিরি রেখে মনোস্কামনা জানান। তার পর প্রদীপ জ্বালিয়ে নিষ্ঠার সঙ্গে হনুমান চালিশা পাঠ করুন। সন্ধ্যাবেলা সম্ভব না হলে, বাড়ি ফিরে হাত-মুখ ধুয়ে, শুদ্ধ বসনে এই কাজ করুন।

৪. পুরাণমতে, মাঘ মাসে দান করা খুবই শুভ। নানা জিনিস দানে নানা ফল পাওয়া যায়। এই মাসে সাধ্যমতো শীতের পোশাক ও খাদ্যদ্রব্য দানে আর্থিক দিকে থাকা সকল বাধা কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করা হয়। তবে শুদ্ধ মনে দান করা আবশ্যিক।

৫. মাঘ মাসের প্রতি রবিবার ভোরবেলা সূর্যোদয়ের আগে গঙ্গাস্নান করুন। তার পর সূর্যের উদ্দেশে জল নিবেদন করতে করতে সূর্যপ্রণাম মন্ত্র পাঠ করুন। খুব ভাল ফল পাবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement