১৪২৬ সনের কালীপূজার নির্ঘণ্ট ও সময়সূচি

কালীপূজা বা শ্যামাপূজা একটি হিন্দু উৎসব। হিন্দুদের মধ্যে এই উৎসব উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। বাংলায় বাড়িতে বা মন্দিরে প্রতিষ্ঠিত কালী প্রতিমার নিত্যপূজা হয়ে থাকে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত সাংবাৎসরিক দীপান্বিতা কালীপূজা বিশেষ জনপ্রিয়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৯ ০০:০৫
Share:

কালীপূজা বা শ্যামাপূজা একটি হিন্দু উৎসব। হিন্দুদের মধ্যে এই উৎসব উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়। বাংলায় বাড়িতে বা মন্দিরে প্রতিষ্ঠিত কালী প্রতিমার নিত্যপূজা হয়ে থাকে। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত সাংবাৎসরিক দীপান্বিতা কালীপূজা বিশেষ জনপ্রিয়। এই দিন আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারা রাত্রিব্যাপী কালীপূজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, দীপান্বিতা কালীপূজার দিনটিতে ভারতের অন্যান্য জায়গায় দেওয়ালি উৎসব পালিত হয়। সর্বভারতীয় ক্ষেত্রে এই দিন লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হলেও বাঙালি, অসমীয়া ও ওড়িয়ারা এই দিন কালীপূজা করে থাকেন।

Advertisement

আসুন জেনে নেওয়া যাক ১৪২৬ সনের দীপান্বিতা কালীপূজার নির্ঘণ্ট ও সময়সূচি (বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা):

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

Advertisement

অমাবস্যা আরম্ভ:

বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ২৭/১০/২০১৯।

সময়: দুপুর ১২/২৩ মিনিট থেকে।

আরও পড়ুন: বৃহস্পতিবার কেন আমরা লক্ষ্মীপুজো করি

অমাবস্যার নিশিপালন:

বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ২৭/১০/২০১৯।

মধ্যরাত্রৌ শ্রীশ্রীশ্যামাপূজা। শ্রীশ্রীকালীপূজা:

নিশীথরাত্রি ১০টা ৫৬ মিনিট থেকে রাত্রি ১১টা ৪৪ মিনিটের মধ্যে।

অমাবস্যা শেষ:

বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ২৮/১০/২০১৯।

সময়: সকাল ০৯টা ০৯ মিনিট পর্যন্ত।

অমাবস্যার উপবাস:

বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ২৮/১০/২০১৯।

আরও পড়ুন: ধনতেরাস কী এবং কেন পালিত হয়?

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

অমাবস্যা আরম্ভ:

বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ২৭/১০/২০১৯।

সময়: বেলা ১১টা ৪৪ মিনিট থেকে।

অমাবস্যার নিশিপালন:

বাংলা তারিখ: ৯ কার্তিক ১৪২৬, রবিবার।

ইং তারিখ: ২৭/১০/২০১৯।

মধ্যরাত্রৌ শ্রীশ্রীশ্যামাপূজা। শ্রীশ্রীকালীপূজা:

নিশীথরাত্রি: রাত্রি ১০টা ৫৬ মিনিট থেকে রাত্রি ১১টা ৪৪ মিনিট মধ্যে।

অমাবস্যা শেষ:

বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার।

ইং তারিখ: ২৮/১০/২০১৯।

সময়: সকাল ০৯টা ৩৭ মিনিট পর্যন্ত।

অমাবস্যার উপবাস:

বাংলা তারিখ: ১০ কার্তিক ১৪২৬, সোমবার

ইং তারিখ: ২৮/১০/২০১৯।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন