Lucky Mobile Wallpaper

মোবাইল ফোনে কী কী ওয়ালপেপার রাখা শুভ? খোঁজ দিলেন জ্যোতিষী

জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ কিছু ওয়ালপেপার রয়েছে, যা অত্যন্ত শুভ। এই ওয়ালপেপারগুলি আমাদের জীবনকে বদলে দিতে পারে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ০৭:৩৩
Share:

—প্রতীকী ছবি।

বর্তমান যুগে প্রায় প্রত্যেক মানুষের কাছেই মোবাইল ফোন রয়েছে। মোবাইল ফোন ছাড়া যুগের সঙ্গে তাল মিলিয়ে চলা সম্ভব নয়। মোবাইল ফোনের নানা সুবিধা রয়েছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করে তোলে। আমাদের মোবাইল ফোনে আমরা নিজেদের পছন্দমতো ওয়ালপেপার লাগিয়ে থাকি। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে বিশেষ কিছু ওয়ালপেপার রয়েছে, যা অত্যন্ত শুভ। এই ওয়ালপেপারগুলি আমাদের জীবনকে বদলে দিতে পারে। এই ওয়ালপেপারগুলি লাগানোর মাধ্যমে আমরা নানা দিক থেকে উপকার পেতে পারি।

Advertisement

দেখে নেব কোন ওয়ালপেপার কী ভাবে আমাদের সাহায্য করে:

ব্লেসিং বুদ্ধমূর্তি: এই ওয়ালপেপারটি যদি মোবাইল ফোনে লাগানো হয়, তা হলে জীবনের নানা বাধা কেটে যাবে। আপনার যত দিকে উন্নতি আটকে রয়েছে, সেইগুলি থেকে মুক্তি পাবেন।

Advertisement

সিঁড়ি দিয়ে উঠে যাওয়া ব্যক্তি: পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না? এই ক্ষেত্রে কোনও ব্যক্তি সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে সেই রকম কোনও ছবি ওয়ালপেপারে রাখুন। এতে ধীরে ধীরে আপনি আপনার পরিশ্রম অনুযায়ী ফল পাওয়া শুরু করবেন।

যোগমুদ্রা: মন কিছুতেই স্থির রাখতে পারছেন না, সব সময় মনের ভিতর চঞ্চলতা কাজ করছে। কিছু করেই মনের উপর নিয়ন্ত্রণ রাখতে পারছেন না, এই ক্ষেত্রে মোবাইলে যোগমুদ্রার ওয়ালপেপার লাগান। মন শান্ত হবে।

কলসি ভর্তি সোনার কয়েন: যদি টাকা-পয়সার সমস্যা থাকে, তা হলে কলসি ভর্তি সোনার কয়েন অথবা কলসি থেকে সোনার কয়েন উপচে পড়ছে— এই রকম ওয়ালপেপার লাগাতে পারেন। এর ফলে অর্থ আপনার দিকে আকৃষ্ট হবে।

লাল গোলাপ: বহু দিন ধরে বিয়ে করবেন ভাবছেন কিন্তু একের পর এক বাধা এসেই চলেছে? মোবাইলে লাল গোলাপের ওয়ালপেপার লাগিয়ে দেখতে পারেন।

সমুদ্রের ঢেউ-এর মধ্যে জাহাজ: যদি কারও মনোবল খুব ভেঙে পরে বা কিছুতেই মনে জোর আনতে না পারেন , সেই রকম পরিস্থিতিতে সমুদ্রের ঢেউয়ে জাহাজ চলছে এমন ওয়ালপেপার লাগানো উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement