Lucky Charms for Lottery Win

লটারি মানেই ভাগ্যের খেলা! সেই খেলায় বাজিমাত করতে সঙ্গে রাখুন এই ত্রয়ীকে, ফল মিলবে হাতেনাতে

আমরা কখনও কখনও ঈশ্বরের কাছে একটু বেশি অর্থের চাহিদায় প্রার্থনা করে থাকি। সে ক্ষেত্রে লটারি খুবই ভাল একটি উপায়। তবে লটারি কাটলেই যে পুরস্কার পাওয়া যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ০৭:৩৮
Share:

—প্রতীকী ছবি।

অর্থের প্রয়োজন আমাদের সকলের জীবনেই রয়েছে। অর্থ ছাড়া এ পৃথিবীতে কিছুই হয় না। খাদ্য, বাসস্থান, শিক্ষা, বস্ত্র এই ধরনের জরুরি চাহিদা মেটাতে অর্থের বিকল্প নেই। হাতে পরিমিত পরিমাণে অর্থ থাকলে ভ্রমণ, নিজেদের শখ, শৌখিনতা প্রভৃতি বজায় রাখার সুযোগ পাওয়া যায়। জীবনযাত্রার মান উন্নত করতে অর্থের খুবই প্রয়োজন রয়েছে। আমরা কখনও কখনও ঈশ্বরের কাছে একটু বেশি অর্থের চাহিদায় প্রার্থনা করে থাকি। সে ক্ষেত্রে লটারি খুবই ভাল একটি উপায়। তবে লটারি কাটলেই যে পুরস্কার পাওয়া যাবে এই ধারণা সম্পূর্ণ ভুল। লটারির সঙ্গে ভাগ্য জড়িয়ে থাকে। সে ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্রে কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে। কয়েকটি জিনিস যদি নিজের সঙ্গে রেখে তার পর লটারি কাটতে যাওয়া হয়, তা হলে লটারি জেতার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়।

Advertisement

উপায়:

হলুদ: বৃহস্পতিবার যদি লটারি কাটতে যাওয়া হয়, সে ক্ষেত্রে একটা সাদা কাপড়ে কয়েক টুকরো হলুদ বেঁধে সঙ্গে করে নিয়ে যান। যখন লটারি কাটবেন তখন বাঁ হাতে হলুদ মোড়ানো কাপড়টা রেখে তার পর লটারির টিকিট কাটুন।

Advertisement

পান: একটি পানপাতা নিয়ে নিজের বাঁ হাতে রেখে ডান হাত দিয়ে চেপে ধরে লক্ষ্মীদেবীর নাম আট বার জপ করুন। পকেটে পানপাতাটি রেখে লটারি কাটতে চলে যান। পুরুষেরা ডান পকেটে, মহিলারা বাঁ পকেটে অথবা মানিব্যাগে পানপাতাটি রাখতে পারেন। প্রাপ্তির সম্ভাবনা বৃদ্ধি পাবে।

আতপ চাল: লটারি কাটতে যাওয়ার আগে একটা সাদা কাপড়ে ১১টি নিখুঁত আতপ চাল মুড়ে নিয়ে যান। লটারি কাটার সময় বাঁ হাতে চাল মোড়ানো কাপড়টি রেখে তার পর লটারি কাটুন।

(লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement