নতুন বছর মানেই নতুন প্রত্যাশা। ভাগ্যকে নতুন করে বদলে ফেলার উদ্যম। তবে অনেক ক্ষেত্রে সে বিষয়ে বাদ সাধে টাকা। হাতে পর্যাপ্ত টাকা না থাকলে কোনও শখই যেন পূরণ করা যায় না।
হঠাৎ অর্থপ্রাপ্তি সকলেই চান। আর সে ক্ষেত্রে আমাদের সাহায্য করতে পারে একমাত্র লটারি। লটারি কেটে হঠাৎ অর্থলাভের শখ পূরণ করা সম্ভব।
কিন্তু লটারিতে টাকা হারানোর আশঙ্কাও থাকে। তাই সে দিকে পা বাড়ানোর আগে প্রাপ্তিযোগ আদৌ আছে কি না সেটা এক বার যাচাই করে নিলে ভাল হয়।
লটারি কেটে লাভ হবেই বা কোনও মতে হবে না, সেটা হলফ করে কেউ বলতে পারেন না। তবে জ্যোতিষশাস্ত্র সে বিষয়ে একটা ধারণা দিতে পারে।
শাস্ত্রমতে, ২০২৬-এ পাঁচ রাশির ভাগ্য লটারি কেটে বদলে যেতে পারে। লটারিতে এঁদের খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। বছরের কোন সময় লটারি কাটলে লাভের সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে সে ব্যাপারেও একটা ধারণা দেওয়া সম্ভব।
বৃষ: শুক্রের রাশি বৃষের জাতক-জাতিকাদের ভাগ্য ২০২৬-এ লটারি কেটে বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। সারা বছরই খুব ভাল প্রাপ্তিযোগ দেখা যাচ্ছে। তবে প্রথমেই বড় অঙ্কের লটারি না কাটাই বুদ্ধির কাজ হবে।
বছরের মধ্য ভাগটা বৃষ রাশির জাতক-জাতিকাদের লটারি কাটার জন্য শ্রেষ্ঠ মনে করা হচ্ছে। এই সময় এঁদের উপর রাহুর প্রভাব থাকবে। সেই কারণে হঠাৎ প্রাপ্তির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে কম অঙ্ক দিয়েই শুরু করা উচিত হবে।
মিথুন: মিথুন রাশির ব্যক্তিরাও এই বছর লটারি কেটে ভাল ফল পেতে পারেন। সারা বছর জুড়ে এঁরা নানা সুযোগ পেতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে কোনটা এঁদের জন্য শ্রেষ্ঠ হবে তা নিজেদেরই বুঝে নিতে হবে।
মিথুন রাশির ব্যক্তিরা লটারির ক্ষেত্রে বিশেষ ভাল ফল পেতে পারেন বছরের শেষ ভাগে। বিশেষ করে, নভেম্বর ও ডিসেম্বর মাসটা মিথুনের জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির দিক থেকে খুব ভাল মনে করা হচ্ছে। এই সময় এঁদের আর্থিক ক্ষেত্রের উপর বৃহস্পতির প্রভাব থাকবে। তাই খুব ভাল ফল পেতে পারেন।
সিংহ: ২০২৬ সূর্যের বছর। তাই ২০২৬ সালে যে রবির রাশি সিংহ নানা ক্ষেত্রে ভাল ফল পাবে সেটাই স্বাভাবিক। লটারির ক্ষেত্রে এই রাশির জাতক-জাতিকাদের ভাগ্য খুব ভাল থাকবে বলে মনে করা হচ্ছে।
সিংহ রাশির জাতক-জাতিকাদের লটারি কাটার জন্য শ্রেষ্ঠ সময় হবে বছরের মধ্য ভাগ। শুরু ও শেষের দিকে লটারি কেটে হতাশ হতে হলেও, বছরের মধ্য ভাগে সফল হওয়ার সম্ভাবনা প্রবল। বাকি দুই সময় কম অঙ্কের লটারি কেটে দেখতে পারেন।
ধনু: ধনু রাশির ব্যক্তিদের লটারিভাগ্য খুব ভাল। পুরো বছরটাই এঁদের লটারি কাটার জন্য শুভ বলে মনে করা হচ্ছে। মন চাইলেই লটারি কেটে ভাগ্য যাচাই করতে পারেন। হতাশ না হওয়ার সম্ভাবনাই বেশি।
তবে শুরুতেই বিশাল অঙ্কের লটারি না কেটে, কম অঙ্কের লটারি দিয়ে শুরু করাটাই বেশি ভাল হবে। তবে বেশি অঙ্কের লটারি কাটা যে একদমই উচিত হবে না, সেটা নয়। সারা বছর জুড়ে নানা অঙ্কের লটারি কাটতে পারেন।
মীন: ২০২৬-এ মীন রাশির ভাগ্য লটারি কেটে বদলে যেতে পারে। এই বছর মীন রাশির ব্যক্তিদের জীবনে শুভ পরিবর্তন আনার বছর হতে চলেছে। সে ক্ষেত্রে সাহায্য করতে পারে লটারি। তবে তাই বলে প্রতি দিন লটারি কাটলে সুফল মিলবে না।
সারা বছর জুড়ে নিজের ষষ্ঠেন্দ্রিয় যে দিন চাইবে, সে দিনগুলিতে লটারি কেটে দেখতে পারেন। খুব ভাল প্রাপ্তিযোগ রয়েছে। কিন্তু কোন দিনটি লটারি কাটার জন্য শ্রেষ্ঠ, সেটা নিজেকেই বেছে নিতে হবে। কম অঙ্কের লটারি দিয়ে শুরু করাই ভাল বলে মনে করা হচ্ছে। (লটারি কেনা ব্যক্তিগত বিষয়। এতে আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। আনন্দবাজার অনলাইন কাউকে লটারি কেনার বিষয়ে উৎসাহ প্রদান করে না।)