Bhai Phonta Pratipada time

দ্বিতীয়ায় নয়, প্রতিপদে ভাইফোঁটা দেওয়ার নিয়ম রয়েছে? তিথি কখন শুরু হচ্ছে? থাকছেই বা কত ক্ষণ? জেনে নিন নির্ঘণ্ট

কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয় ভাইফোঁটা। সেই অনুযায়ী এটি ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত। তবে অনেক বাড়িতে প্রতিপদেও ভাইকে ফোঁটা দেওয়ার রীতি রয়েছে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৩:৪২
Share:

—প্রতীকী ছবি।

কালীপুজো চলে গেলেও হিন্দু ধর্মাবলম্বীদের পার্বণের লিস্টি কিন্তু এখনও ফুরোয়নি। এ বার পালা ভাই-বোনের মধুর সম্পর্কের বন্ধন উদ্‌যাপনের। অর্থাৎ ভাইফোঁটার। ভাইফোঁটা ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত। সাধারণত কালীপুজোর দু’দিন পর পালিত হয় এই উৎসব। কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে পালন করা হয় ভাইফোঁটা। সেই অনুযায়ী এটি ভ্রাতৃদ্বিতীয়া নামেও পরিচিত। তবে অনেক বাড়িতে প্রতিপদেও ভাইকে ফোঁটা দেওয়ার রীতি রয়েছে। প্রতিপদ হোক বা দ্বিতীয়া, যে তিথিতেই ফোঁটা দেওয়া হোক না কেন, শুভ সময় দেখে নেওয়া জরুরি। প্রতিপদ কখন শুরু হচ্ছে জেনে নিন।

Advertisement

প্রতিপদে ভাইফোঁটা দেওয়ার সময়:

প্রতিপদ শুরু:

Advertisement

বাংলা- ৩ কার্তিক, ১৪৩২।

ইংরেজি- ২১ অক্টোবর, ২০২৫।

সময়- বিকেল ৪টে ২৫ মিনিট।

প্রতিপদ শেষ:

বাংলা- ৪ কার্তিক, ১৪৩২।

ইংরেজি- ২২ অক্টোবর, ২০২৫।

সময়- সন্ধ্যা ৬টা ১৫ মিনিট।

প্রতিপদ তিথি থাকাকালীন যে কোনও সময় ফোঁটা দেওয়া যেতে পারে। বাড়িবিশেষে ফোঁটা দেওয়ার নিয়ম আলাদা হয়, সেই নিয়ম মেনে ফোঁটা দেওয়া আবশ্যিক। প্রতিপদ হোক বা দ্বিতীয়া, তিথিবিশেষে নিয়মে কোনও পার্থক্য দেখা যায় না। তবে মেঝেতে বসে ফোঁটা দেওয়া বা নেওয়া উচিত নয়, ছোট পিঁড়ি বা আসনের উপর বসে ফোঁটা দিতে হবে। এ ছাড়া, চেয়ারে বসে বা দাঁড়িয়েও ফোঁটা নেওয়া বা দেওয়া যায় না। এ সকল বিষয় মাথায় রাখলেই হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement