Bhai Phota 2025 Date and Time

২২ না ২৩, ভাইয়ের কপালে স্নেহের ফোঁটা এঁকে দেওয়ার দিনটি কবে? কত ক্ষণ থাকছে তিথি? কী মত দুই পঞ্জিকার?

হিন্দুশাস্ত্র মতে, নরকাসুরকে বধ করে ফেরার পর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন। বোন সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে মিষ্টি খেতে দেন এই দ্বিতীয়া তিথিতে। সেই থেকেই সম্ভবত ভাইফোঁটার প্রচলন। এই ব্যাপারে অবশ্য অন্যান্য মতও প্রচলিত আছে।

Advertisement

সুপ্রিয় মিত্র

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ০৭:১৭
Share:

ভাই-বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করার উৎসব হল ভ্রাতৃদ্বিতীয়া। —ফাইল চিত্র।

‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।

Advertisement

যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা।

যম যেমন হয় চিরজীবী, তেমন আমার ভাই যেন হয় চিরজীবী।’

Advertisement

ভাইয়ের দীর্ঘ পরমায়ু কামনার উদ্দেশ্যে এবং ভাই-বোনের প্রীতির সম্পর্ক দৃঢ় করার উৎসব হল ভ্রাতৃদ্বিতীয়া। ভাইয়ের কপালে বোনেরা ফোঁটা দিয়ে ধানদূর্বা-সহ শ্রদ্ধা, আশীর্বাদ বিনিময় করেন। মিষ্টিমুখ করিয়ে উপহার বিনিময়ের মধ্যে দিয়ে ভাই এবং বোন উভয়েরই দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করাই ভাইফোঁটার মূল উদ্দেশ্য। হিন্দুশাস্ত্র মতে, নরকাসুরকে বধ করে ফেরার পর ভগবান শ্রীকৃষ্ণ তাঁর বোন সুভদ্রার কাছে আসেন। বোন সুভদ্রা শ্রীকৃষ্ণের কপালে জয়টিকা পরিয়ে মিষ্টি খেতে দেন এই দ্বিতীয়া তিথিতে। সেই থেকেই সম্ভবত ভাইফোঁটার প্রচলন। এই ব্যাপারে অবশ্য অন্যান্য মতও প্রচলিত আছে।

আগামী ২৩ অক্টোবর, বৃহস্পতিবার ভ্রাতৃদ্বিতীয়া।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে–

দ্বিতীয়া তিথি আরম্ভ–

বাংলা– ৫ কার্তিক, বুধবার।

ইংরেজি– ২২ অক্টোবর, বুধবার।

সময়– রাত ৮টা ১৮ মিনিট।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলা– ৬ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৩ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– রাত ১০টা ৪৭ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে–

দ্বিতীয়া তিথি আরম্ভ–

বাংলা– ৪ কার্তিক, বুধবার ।

ইংরেজি– ২২ অক্টোবর, বুধবার।

সময়– সন্ধ্যা ৬টা ১৫ মিনিট ৩ সেকেন্ড।

দ্বিতীয়া তিথি শেষ–

বাংলা– ৫ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি– ২৩ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়– রাত ৮টা ১৯ মিনিট ৪ সেকেন্ড।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement