২০ অক্টোবর ২০২৫, সোমবার দীপাবলি। এই
বছর কালীপুজো এবং দীপাবলি একই দিনে পড়েছে। আলোর উৎসব দীপাবলি অশুভ শক্তি নাশেরও
উৎসব। সেই কারণে বহু বাড়িতে এই দিন লক্ষ্মী-গণেশের পুজো করা হয়ে থাকে। বিশ্বাস
করা হয় যে, এই দিন বাড়িতে লক্ষ্মী-গণেশের আরাধনা করলে বাস্তুর মঙ্গল হয়। অশুভ
শক্তির নাশ ঘটে, শুভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। এরই সঙ্গে অর্থভাগ্যেও সুপ্রভাব
পড়ে, অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। সংসারে সুখ-শান্তি বজায় থাকে। জীবন খুশির
আলোর ভরে ওঠে। তবে বাড়িতে পুরোহিত না ডেকে, নিজেও দীপাবলির পুজো করে নিতে পারেন।
কিছু প্রয়োজনীয় বিষয় মাথায় রাখলেই হবে।
দীপাবলির পুজো করার নিয়মবিধি:
- দীপাবলির পুজো করার আগে ঘর পরিষ্কার
করা আবশ্যিক। নোংরা জায়গায় মা লক্ষ্মী পা ফেলেন না। তাই পুজোর জায়গা-সহ পুরো
ঘরবাড়ি ভাল ভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
- মেঝের উপর আসন পেতে ঠাকুর বসানো যাবে
না। পুজোর জায়গা পরিষ্কার করার পর সেখানে একটি অল্প উঁচু পিঁড়ি বা পাটাতন পাততে
হবে। সেটিকে অবশ্যই শুদ্ধ করতে হবে। তার পর সেটির উপর লাল কাপড় পাতুন। কাপড়টির
উপর কয়েকটি ধান ছড়িয়ে দিন।
- পুজোর আসনের সামনের দিকে ঘট স্থাপন
করুন। ঘটটির অর্ধেকের একটু বেশি অংশ জল দ্বারা পূর্ণ করুন। তার পর সেটির মধ্যে একটি
সুপারি, একটি গাঁদাফুল, একটি মুদ্রা এবং কয়েকটি চাল দিন। তার পর ঘটটির মুখ একটি
আম্রপল্লব দিয়ে ঢেকে দিন। আম্রপল্লবটির কোনও পাতায় যেন ছিদ্র বা দাগ না থাকে সেই
বিষয়ে খেয়াল রাখতে হবে।
- লক্ষ্মী-গণেশের মূর্তিকে প্রথমে জল
দিয়ে স্নান করান। তার পর তাঁদের গায়ে পঞ্চামৃতের প্রলেপ দিন। এর পর পরিষ্কার সুতির
কাপড় দিয়ে মূর্তি দুটো মুছিয়ে দিন।
- স্নানের পর আসনের মাঝবরাবর, ঘটের ডান
দিকে গণেশের মূর্তি বসান এবং বাঁ দিকে লক্ষ্মীর মূর্তি বসান।
- একটি কাঁসা, পিতল বা তামার থালা নিয়ে
সেটির উপরে চালের চুড়ো বানান। চুড়োর পাশে হলুদ ও কুমকুম ছড়ান এবং একটি কয়েন রাখুন।
এটি ঠাকুরের আসনের ডান দিক ঘেঁষে রেখে দিন।
- পুজোর স্থানে ব্যাঙ্কের পাসবই,
সম্পদের নথিপত্র, টাকা রাখার ব্যাগ প্রভৃতি রাখা যেতে পারে।
- এ বার ঠাকুরকে ফুল নিবেদন করুন। মালা
পরান। হলুদ, কুমকুম ও চালের তিলক লাগান। ধূপকাঠি ও ঘিয়ের প্রদীপ জ্বালান। নারকেল,
সুপারি ও পানপাতা নিবেদন করুন।
- হাতে ফুল নিয়ে দীপাবলি পুজোর মন্ত্র
উচ্চারণ করুন। তার পর সেই ফুল লক্ষ্মী-গণেশের পায়ে সমর্পণ করুন।
- থালায় ফল-মিষ্টি সাজিয়ে দিন।
গ্লাসে জল দিন। অন্নভোগও নিবেদন করা যেতে পারে। আপনার মনে যা চাইবে তা-ই দিন, তবে আমিষ
কিছু দেওয়া যাবে না।
- সব শেষে একটি থালায় ঘিয়ের প্রদীপ
জ্বালিয়ে নিয়ে, তাতে কিছু কয়েন, কুমকুম ও হলুদগোলা নিয়ে লক্ষ্মী-গণেশকে আরতি করুন।