Diwali 2025 Lucky Zodiac Signs

বিনিয়োগ করলেই লাভ, আসবে নতুন প্রেম! দীপাবলিতে পাঁচ রাশির জীবন সুদিনের আলোয় রোশনাই হবে

দীপাবলির আগে ও পরে নানা গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করছে। এর প্রভাব সকলের উপরই পড়বে। সেটির ভিত্তিতে পাঁচ রাশির দীপাবলি খুব ভাল কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ০৭:১০
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

যে কোনও পার্বণ আসার আগেই আমাদের সকলের মনে চলতে থাকে উৎসবের দিনটি ভাল কাটবে কি না তার চিন্তা। দুর্গাপুজো চলে গেলেও এখনও বাকি রয়েছে কালীপুজো। কালীপুজো হল আলোর উৎসব। এই দিন অনেক বাড়িতে মা লক্ষ্মীর পুজো করা হয় এবং অলক্ষ্মীকে বাড়িছাড়া করা হয়। সেই দিক দিয়ে দেখতে গেলে দীপাবলি ধনসম্পদেরও উৎসব। বহু মানুষই এই সময় স্থাবর-অস্থাবর নানা সম্পত্তি কিনে থাকেন। আশা রাখেন যে এই সময় শখের জিনিসটি কিনলে মা লক্ষ্মীর কৃপা লাভ হবে। দীপাবলির আগে ও পরে নানা গ্রহ তাদের অবস্থান পরিবর্তন করছে। এর প্রভাব সকলের উপরই পড়বে। সেটির ভিত্তিতে পাঁচ রাশির দীপাবলি খুব ভাল কাটতে চলেছে বলে মনে করা হচ্ছে। জেনে নিন তালিকায় কারা রয়েছে।

Advertisement

কোন পাঁচ রাশির দীপাবলি ভাল কাটবে?

মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের এই বছর দীপাবলি খুব ভাল কাটতে চলেছে। কর্মক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভের মুখ দেখতে পাবেন। পরিবারে সমস্যা কেটে গিয়ে সুখের সময় শুরু হবে। স্ত্রীর সঙ্গে সম্পর্কের মাধুর্য বৃদ্ধি পাবে। এই সময় কোনও খাতে বিনিয়োগ করতে পারেন। দারুণ ফল পাবেন। প্রাপ্তিযোগ খুব ভাল দেখা যাচ্ছে।

Advertisement

বৃষ: দীপাবলি বৃষ রাশির জাতক-জাতিকাদের খুবই ভাল কাটবে। পরিবারে সকলের সঙ্গে সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে। জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। যাঁরা বহু দিন ধরে সম্পর্কে আছেন, তাঁরা এই সময় বিয়ের কথা ভাবতে পারেন। কারণ, যে কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য এই সময়কালটা শুভ মনে করা হচ্ছে। অর্থভাগ্যেও পরিবর্তন দেখতে পাবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে।

মিথুন: যে কোনও সৃজনশীল প্রকল্প শুরু করার জন্য দীপাবলির সময়টা মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য উপযুক্ত হবে বলে মনে করা হচ্ছে। কোনও খাতে টাকা বিনিয়োগ করেও দেখতে পারেন। প্রেমের ক্ষেত্রে সুখের সময় কাটবে। অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে। পরিবারের জটিলতা কেটে যাবে। নতুন চাকরির সন্ধান পেতে পারেন। দীপাবলির আলোয় মিথুনের কপালের অমানিশা কেটে যাবে।

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকাদের সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। আশপাশের মানুষেরা আপনার কদর বুঝবেন। কর্মক্ষেত্রেও নামডাক বৃদ্ধি পাবে। পদোন্নতির সুযোগ আসবে যা আপনাকে পেশার ক্ষেত্রে এগিয়ে যেতে সাহায্য করবে। পরিবারের সকলের সঙ্গে দীপাবলির সময়টা অত্যন্ত আনন্দে কাটবে। ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। সন্তানের কোনও কাজে গর্বিত বোধ করবেন।

ধনু: দীপাবলি ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য আনন্দের সময় বহন করে আনবে। কর্মক্ষেত্রের জটিলতা কেটে গিয়ে সুখের সময় শুরু হবে। বসের প্রিয় হয়ে উঠবেন। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে। মোটা টাকা বোনাস পেতে পারেন। প্রেমের ক্ষেত্রেও সুখের সময় শুরু হবে। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। আনন্দে থাকুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement