ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
রত্নশাস্ত্র জ্যোতিষশাস্ত্রেরই একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। সঠিক রত্ন ধারণে জীবনে উন্নতির জোয়ার আসে। কিন্তু ভুল রত্ন পরলে জীবন হয়ে ওঠে নরকসম। সেই কারণে যে কোনও রত্ন ধারণের আগে এক বার অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া জরুরি। রত্ন ধারণের নানা পদ্ধতিও রয়েছে। সঠিক উপায় মেনে তবেই রত্ন ধারণ করা উচিত। শাস্ত্রমতে, চুনি হল সূর্যের রত্ন। চুনি ধারণে জীবনে সব দিক দিয়ে সফলতা লাভ করা যায়। তবে যে কোনও রাশির জাতক-জাতিকারা চুনি ধারণে উপকৃত হবেন না। কারা চুনি ধারণ করতে পারেন এবং সেটি ধারণের নিয়মগুলিই বা কী জেনে নিন।
চুনি ধারণের নিয়ম:
অন্যান্য গ্রহরত্নের মতো চুনিও ধারণের আগে গঙ্গাজলে শোধন করে নিতে হবে। সোনা চুনি ধারণের জন্য উপযুক্ত ধাতু। লাল বর্ণের এই রত্নকে সোনায় বাঁধিয়ে পরতে হবে। রবিবার সূর্যোদয়ের পর সূর্যের মন্ত্র উচ্চারণ করে ও সূর্যদেবকে প্রণাম করে চুনি ধারণ করতে পারলে খুব ভাল হয়।
কারা চুনি পরতে পারেন?
মেষ: মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য চুনি শুভ। এঁদের ভাগ্যে লাল রত্ন শুভ পরিবর্তন আনতে সাহায্য করে। আত্মবিশ্বাস বাড়ায়।
কর্কট: আবেগতাড়িত কর্কটের আবেগে রাশ টানতে সাহায্য করে চুনি। এই রাশির ব্যক্তিদের মধ্যে বাস্তব বুদ্ধি ও জ্ঞানের সঞ্চার ঘটাতে সাহায্য করে এই রত্ন।
সিংহ: সূর্যের রাশি সিংহকে উন্নতির শিখরে পৌঁছোতে সাহায্য করে চুনি। এই রাশির ব্যক্তিরা সর্ব ক্ষেত্রে ভাল ফল লাভ করেন।
ধনু: ধনু রাশির জন্যও শুভ চুনি। এই রাশির মানুষদের মধ্যে নিয়মানুবর্তিতা বৃদ্ধিতে সাহায্য করে এই রত্ন।
মীন: রাশিচক্রের শেষ রাশি মীনের জীবনেও শুভ পরিবর্তন আনে চুনি। এই রাশির ব্যক্তিদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা উন্নত করতে সাহায্য করে এই রত্ন।
কাদের জন্য অশুভ চুনি?
মিথুন, কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের কপালে চুনি সহ্য হয় না। এঁদের চুনি না পরা উচিত। চুনি পরলে এঁদের ভাল হওয়ার বদলে খারাপ হওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। উন্নতি লাভের জায়গায় সঙ্গ হয় অবনতি। জীবনে যেটুকু যা ভাল আছে, তা-ও চুনির জন্য উবে যায়।
যে কোনও রত্ন ধারণের পূর্বে জ্যোতিষীর পরামর্শ নেওয়া আবশ্যিক। কোষ্ঠী বিচারে ফলের পরিবর্তন ঘটতে পারে।