Dhanteras 2025

পকেটে লক্ষ্মী আসবে, ধনতেরসে হাতে ‘সোনার চাঁদ’ পাবে চার রাশি! অর্থাভাব কেটে গিয়ে শুরু হবে সুখের সময়

এই বছরের ধনত্রয়োদশী তিথিটি কিছু রাশির মানুষদের জন্য অত্যন্ত লাভজনক হয়ে উঠতে চলেছে। কয়েকটি রাশির ব্যক্তিদের নানা দিক থেকে অর্থলাভ হতে পারে বলে মনে করছে শাস্ত্র।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৫ ১৮:১২
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

১৮ অক্টোবর ২০২৫, শনিবার ধনতেরস। এই পবিত্র দিনে লক্ষ্মীদেবী জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয়। এই দিনটি আরোগ্যের দেবতা ধন্বতরির জন্মতিথি হিসাবেও পরিচিত। ধনতেরসের দিন তাই লক্ষ্মীর পুজো করার চল রয়েছে। বহু মানুষই এই দিন সমৃদ্ধি লাভের উদ্দেশ্য নিয়ে দেবীর আরাধনা করেন। এরই সঙ্গে সোনা, রুপো, তামা প্রভৃতি ধাতু কেনেন। বিশ্বাস করা হয় যে, ধনতেরসের দিন কিছু কিনলে সেটি দ্বিগুণ রূপে আমাদের কাছে ফিরে আসবে। এই ভরসা নিয়েই মানুষ দোকানের বাইরে লাইন দেন। এই বছরের ধনত্রয়োদশী তিথিটি কিছু রাশির মানুষদের জন্য অত্যন্ত লাভজনক হয়ে উঠতে চলেছে। কয়েকটি রাশির ব্যক্তিদের নানা দিক থেকে অর্থলাভ হতে পারে বলে মনে করছে শাস্ত্র। জেনে নিন তাঁরা কারা।

Advertisement

কোন রাশিগুলির ধনতেরস খুব ভাল কাটতে চলেছে?

মেষ: ধনতেরসে মেষ রাশির জাতক-জাতিকারা চোখে পড়ার মতো উন্নতি লাভ করবেন। হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে। মনের মতো বেতন পাওয়া যাবে এমন নতুন চাকরির সন্ধান পাবেন। আটকে থাকা টাকাও ফেরত পেতে পারেন বলে মনে করা হচ্ছে। টাকার সব সমস্যা মিটে যাবে। জীবনে আসবে সুখ-সমৃদ্ধি। এরই সঙ্গে দাম্পত্য সম্পর্কেও উন্নতি ঘটবে।

Advertisement

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকাদেরও ধনতেরস খুব ভাল কাটতে চলেছে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা উন্নতির মুখ দেখতে পাবেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে। যাঁরা বহু দিন ধরে চাকরির চেষ্টায় রয়েছেন, ভগবান এ বার আপনাদের মনের কথা শুনবেন। খুব ভাল চাকরির সন্ধান পেতে পারেন। মনে শান্তি থাকবে। বহু দিন ধরে মনের কোণে চাপা থাকা কোনও ইচ্ছা পূরণ হতে পারে।

তুলা: এই বছর ধনতেরসে তুলা রাশির জাতক-জাতিকাদের সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ পাবেন। মাইনে বৃদ্ধি পাবে। ব্যবসায় মুনাফা লাভের যোগ দেখা যাচ্ছে। নতুন সম্পত্তি কেনার সুযোগ পাবেন। দাম্পত্য জীবনে সুখের সময় শুরু হবে। ধনতেরসের সপ্তাহটি তুলা রাশির ব্যক্তিদের পরিবারের সকলের সঙ্গে আনন্দে কাটবে।

ধনু: ধনতেরসের দিন ধনু রাশির ব্যক্তিদের ভাগ্য খুলে যাবে। আয়ের পরিমাণ দ্বিগুণ হবে। সম্পত্তি লাভের যোগ দেখা যাচ্ছে। বহু দিন আগে করা কোনও বিনিয়োগ থেকে লাভ করতে পারেন। অপ্রত্যাশিত টাকা হাতে আসতে পারে। আর্থিক পরিস্থিতি আগের থেকে মজবুত হওয়ায় জীবনও সুখকর হয়ে উঠবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement