Astro Tips

নির্দিষ্ট একটি আঙুলে সোনার আংটি পরলেই সর্বনাশ! কোন আঙুলে কোন ধাতুর আংটি পরা শুভ জানেন তো?

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি ধাতুর ও রত্নের সঙ্গে যেমন কোনও না কোনও গ্রহ সম্পর্কিত, তেমনই আমাদের এক একটি আঙুলের সঙ্গেও ভিন্ন ভিন্ন গ্রহের সম্পর্ক রয়েছে। সেই কারণে না জেনে ইচ্ছামতো আঙুলে যে কোনও ধাতু বা রত্নের আংটি পরে নিলে হিতে বিপরীত হতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১১:৫৫
Share:

—প্রতীকী ছবি।

সাজের জন্য হোক বা অন্য কোনও কারণে, প্রায় সব মানুষই হাতে আংটি পরেন। পরতে ভালবাসেন। কিন্তু শাস্ত্রমতে, যে কোনও ধাতুর আংটি যে কোনও আঙুলে পরা যায় না। এতে ভালর বদলে খারাপ ফল পাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি ধাতুর ও রত্নের সঙ্গে যেমন কোনও না কোনও গ্রহ সম্পর্কিত, তেমনই আমাদের এক একটি আঙুলের সঙ্গেও ভিন্ন ভিন্ন গ্রহের সম্পর্ক রয়েছে। সেই কারণে না জেনে ইচ্ছামতো আঙুলে যে কোনও ধাতু বা রত্নের আংটি পরে নিলে হিতে বিপরীত হতে পারে। জেনে নিন কোন আঙুলে কোন ধাতু বা রত্নের আংটি পরা যায় ও যায় না।

Advertisement

কোন আঙুলে কোন ধাতু ও রত্ন পরা শুভ?

তর্জনী: নেতৃত্ব, অধিকার ও শক্তির প্রতিনিধিত্ব করে তর্জনী। এই আঙুলে সোনার আংটি পরা অত্যন্ত শুভ। তর্জনীতে সোনার আংটি পরলে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। এ ছাড়া, পোখরাজ, নীলা, প্রবাল ও হিরের আংটিও তর্জনীতে পরা যেতে পারে।

Advertisement

মধ্যমা: মধ্যমাতে কোনও মতে সোনার আংটি পরা চলবে না। এই আঙুলে সোনার আংটি পরলে জীবনে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। মধ্যমা কোনও মানুষের ব্যক্তিত্ব প্রদর্শন করে। মধ্যমাতে লোহার আংটি পরা যেতে পারে। এ ছাড়া এই আঙুলে প্রবাল, গোমেদ, নীলা ও স্ফটিক পরা যেতে পারে।

অনামিকা: অনামিকা সূর্যের সঙ্গে সম্পর্কিত। তাই অনামিকায় তামার আংটি পরলে ভাল ফল লাভ হয়। এই আঙুল শান্তি ও ভালবাসার প্রতিনিধিত্ব করে। এই আঙুলে হিরে, মুনস্টোন ও জেডস্টোন পরা যেতে পারে।

কনিষ্ঠা: কনিষ্ঠা আমাদের সকল সম্পর্কের প্রতিনিধিত্ব করে। এই আঙুলে রুপোর আংটি পরার পরামর্শ দেওয়া হয়। এতে মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এরই সঙ্গে রাগকে বশে রাখা যায় ও দাম্পত্য জীবন সুখের হয়। এ ছাড়া, চন্দ্রের দশা চললে এই আঙুলে মুক্তো ধারণ করতে পারেন। আবার বুধের দশা চললে পান্না পরা যেতে পারে।

বৃদ্ধাঙ্গুষ্ঠ: আমাদের ইচ্ছাশক্তির প্রতিনিধিত্ব করে বৃদ্ধাঙ্গুষ্ঠ। এই আঙুলে রুপো বা প্ল্যাটিনামের আংটি পরা যেতে পারে। এতে জীবন সুখ-শান্তিতে ভরে ওঠে। এ ছাড়া, জীবনে পরিবর্তন আনার জন্য বৃদ্ধাঙ্গুষ্ঠে গারনেট ধারণ করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement