Numerological Prediction

আপনার জন্মদিন কি ৪, ১৩, ২২ বা ৩১? আপনি কেমন চরিত্রের মানুষ? কোন পেশা আপনার জন্য উপযুক্ত?

সংখ্যাতত্ত্ব অনুসারে, ভিন্ন ভিন্ন জন্মসংখ্যার ব্যক্তিদের মধ্যে নানা রকম চারিত্রিক গুণাবলি ও খারাপ দিক সম্বন্ধে বলে দেওয়া যায়। উক্ত মানুষ পেশাজীবনে উন্নতি লাভ করবেন কি না সেই সম্বন্ধেও বলে দেওয়া যেতে পারে।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৪ জুলাই ২০২৫ ১৫:৩৬
Share:

—প্রতীকী ছবি।

আমাদের জীবনে সংখ্যার গুরুত্ব অপার। আমরা কোন দিন, কোন সময়, কোন সালে জন্মেছি সেই অনুযায়ী আমাদের চরিত্রের নানা দিক সম্বন্ধে ধারণা পাওয়া যায়। ভাল হোক বা খারাপ, সব কিছু সম্বন্ধেই বলে দেওয়া যায়। সাহায্য করে সংখ্যাতত্ত্ব।

Advertisement

সংখ্যাতত্ত্ব অনুসারে, ভিন্ন ভিন্ন জন্মসংখ্যার ব্যক্তিদের মধ্যে নানা রকম চারিত্রিক গুণাবলি ও খারাপ দিক সম্বন্ধে বলে দেওয়া যায়। উক্ত মানুষ পেশাজীবনে উন্নতি লাভ করবেন কি না সেই সম্বন্ধেও বলে দেওয়া যেতে পারে। ৪, ১৩, ২২ বা ৩১ তারিখে জন্মানো মানুষদের জন্মসংখ্যা সাধারণত ৪ হয়। জেনে নিন সংখ্যাতত্ত্ব অনুযায়ী যে সকল ব্যক্তিদের জন্মসংখ্যা ৪ তাঁরা কেমন প্রকৃতির মানুষ হন।

চারিত্রিক বৈশিষ্ট্য: ৪ সংখ্যাটি রাহুর সঙ্গে সম্পর্কিত। সুতরাং, এই জন্মসংখ্যার জাতক-জাতিকারাও রাহুর সঙ্গে সম্পর্কিত। এঁরা যে কোনও জটিল পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। মাথা ঠান্ডা রেখে যে কোনও কঠিন কাজ অত্যন্ত সহজ পদ্ধতিতে করে ফেলতে পারেন। ৪ জন্মসংখ্যার ব্যক্তিরা অত্যন্ত কর্মঠ ও বুদ্ধিমান হন। এঁদেরকে বোকা বানানো সহজ নয়। কোনও মানুষের এঁদের প্রতি কোনও খারাপ উদ্দেশ্য থাকলে এঁরা সেটা সহজেই বুঝে যান এবং উক্ত মানুষের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলেন। ৪ জন্মসংখ্যার জাতক-জাতিকাদের মধ্যে আত্মবিশ্বাসের কোনও অভাব থাকে না। ফলত এঁরা খুব ভাল নেতৃত্ব দান করতে পারেন। এঁদেরকে কখনও কোনও দায়িত্ব দিয়ে হতাশ হতে হয় না।

Advertisement

নেগেটিভ দিক: এই জন্মসংখ্যার মানুষেরা নিজেদের সর্বেসর্বা মনে করেন। কারও থেকে কোনও পরামর্শ নিতে পছন্দ করেন না। এঁদের ধারণা, তাঁরা নিজেরা যেটা মনে করবেন সেটাই ঠিক, এর ফলে এঁদের নানা সমস্যার মধ্যেও পড়তে হয়। কর্মঠ হলেও এঁরা একটু ফাঁকিবাজ প্রকৃতির হন। রাহুর সংখ্যা হওয়ায় এই সকল মানুষ একটু রগচটা প্রকৃতিরও হয়ে থাকেন।

পেশাক্ষেত্র: সংবাদমাধ্যম, চলচ্চিত্র জগৎ এই সমস্ত নানা জায়গায় এঁরা খুব নাম করতে পারেন। নেতৃত্বদানের ভাল ক্ষমতা থাকায় এই জন্মসংখ্যার মানুষেরা রাজনীতিতে ভাল নাম করতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement