The Ashes 2025-26

পঞ্চম টেস্টের দল ঘোষণা অস্ট্রেলিয়ার, কেকেআরের ২৫.২০ কোটির ক্রিকেটারের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে ধোঁয়াশা

মেলবোর্নে চতুর্থ টেস্টে হেরে গিয়েছে অস্ট্রেলিয়া। আশঙ্কা ছিল পঞ্চম টেস্টের জন্য দলে পরিবর্তন আনা হয় কি না। বৃহস্পতিবারই সিডনি টেস্টের দল জানিয়ে দিল অস্ট্রেলিয়া।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৬ ১৬:৪০
Share:

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উচ্ছ্বাসের একটি মুহূর্ত। ছবি: রয়টার্স।

অ্যাডিলেডে অ্যাশেজ় জিতলেও মেলবোর্নে চতুর্থ টেস্টে হেরে গিয়েছিল অস্ট্রেলিয়া। আশঙ্কা ছিল পঞ্চম টেস্টের জন্য দলে পরিবর্তন আনা হয় কি না। বৃহস্পতিবারই সিডনি টেস্টের দল জানিয়ে দিল অস্ট্রেলিয়া। কোনও পরিবর্তন আনা হয়নি দলে। তবে ক্যামেরন গ্রিন প্রথম একাদশে আর জায়গা পাবেন কি না, তা নিয়ে জল্পনা চলছে।

Advertisement

আইপিএল নিলামে কেকেআর ২৫.২০ কোটি টাকা দিয়ে কিনেছে গ্রিনকে। সাদা বলে, বিশেষ করে টি-টোয়েন্টিতে তিনি অপরিহার্য ক্রিকেটার হলেও, চলতি অ্যাশেজ়ে মোটেই ভাল খেলতে পারেননি গ্রিন। চারটি টেস্টে মোটে ১১২ রান করেছেন। বলও করানো হয়নি সে ভাবে। প্রথম একাদশে কেন তাঁকে জায়গা দেওয়া হচ্ছে, তা নিয়ে প্রতি ম্যাচেই প্রশ্ন উঠেছে।

যে হেতু সিরিজ় নিশ্চিত হয়ে গিয়েছে, তাই শেষ টেস্টে গ্রিনের জায়গায় বিউ ওয়েবস্টারকে আনতে পারে অস্ট্রেলিয়া। অ্যাশেজ়ে একটি ম্যাচেও খেলেননি ওয়েবস্টার। শেষ ম্যাচে নিজেকে প্রমাণ করার সুযোগ দেওয়া হতে পারে।

Advertisement

একই ভাবে প্রশ্ন রয়েছে মার্নাস লাবুশেনকে নিয়েও। তিনিও খুব একটা রান পাননি। কিন্তু তিন নম্বরে তাঁর বিকল্প অস্ট্রেলিয়ার হাতে নেই। ফলে সিডনিতেও লাবুশেনকে খেলানো হতে পারে। একমাত্র স্পিনার হিসাবে টড মার্ফিকেও খেলানোর সম্ভাবনা রয়েছে। কিন্তু কার জায়গায় তিনি আসবেন তা নিয়ে জল্পনা রয়েছে।

দুই পেসার মিচেল স্টার্ক এবং স্কট বোলান্ড চারটি টেস্টেই খেলেছেন। শেষ টেস্টে কোনও একজনকে বিশ্রাম দেওয়া হতে পারে। সে ক্ষেত্রে মার্ফিকে খেলাতে কোনও সমস্যা নেই। আবার মাইকেল নেসেরের জায়গাতেও মার্ফিকে নেওয়া হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement