আপনার আঙুলের মুদ্রাচিহ্ন অনুযায়ী ভাগ্য জানুন

মুদ্রাচিহ্ন সাধারণত আঙ্গুলের অগ্রে বা প্রথম পর্বে দেখা যায়। এখন দেখে নেওয়া যাক আমাদের পাঁচ আঙ্গুলের মুদ্রাচিহ্ন আমাদের জীবনে কী রূপ প্রভাব বিস্তার করে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৮
Share:

মুদ্রাচিহ্ন সাধারণত আঙুলের অগ্রে বা প্রথম পর্বে দেখা যায়। এখন দেখে নেওয়া যাক আমাদের পাঁচ আঙুলের মুদ্রাচিহ্ন আমাদের জীবনে কী রূপ প্রভাব বিস্তার করে।

Advertisement

১। বৃদ্ধাঙ্গুলিতে মুদ্রাচি‌হ্ন থাকলে, তা শুভ। জাতক ধনী, সুখী, ভোগী, যশস্বী, জ্ঞানী, মন্ত্রী ইত্যাদি হতে সক্ষম হয়। এরা কামুক হয়, তবে বিবাহিত জীবন সুখে কাটে না। এদের যদি বৃদ্ধাঙ্গুলির গর্ভে যবচিহ্ন থাকে, তা হলে জীবন আরও সুখময় ও সার্থক হয়ে ওঠে।

২। তর্জনীতে মুদ্রাচিহ্ন থাকলে, জাতক লেখাপড়াতে খুব পটু হয়। এরা আত্মীয় এবং বন্ধুদের সাহায্যে উন্নতি করে। এদের ধর্মভাব, ধর্মপ্রবণতা দেখা যায়। অনেক সময় এরা সাধক হতে পারে বা ওই পথে যায়।

Advertisement

৩। অনামিকাতে এই চিহ্ন থাকলে জাতক হঠাৎ কোনও শুভ সুযোগ পায়। বেকার হলে আকস্মিক ভাবে কাজ পেয়ে যেতে পারে। সুন্দরী নারী, সুগন্ধি, ভাল পোশাক প্রভৃতি এরা খুব পছন্দ করে।

৪। মধ্যমাতে মুদ্রা চিহ্ন থাকলে, জাতক জ্ঞানী ও ধার্মিক হয়। জীবনের শেষ দিকে বা শেষ বয়সে জাতক ব্যবসার পথে প্রচুর উন্নতি লাভ করতে পারে।

আরও পড়ুন: মিসিং নম্বর কী? আপনার ক্ষেত্রে এর প্রভাব কী জানেন?

৫। কনিষ্ঠাতে মুদ্রা চিহ্ন থাকলে, তারা একাধারে চাকরি ও ব্যবসা করে উন্নতি করে। এরা সরকারি চাকরি করতে ভালবাসে ও তাতে উন্নতি হয়। বিবাহিত জীবন এদের খুব সুখের হয়ে থাকে। বিয়ের পর এদের ভাগ্যে উন্নতি বোঝা যায়। এর সঙ্গে বৃহস্পতিতে ক্রস থাকলে তা আরও শুভ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন