জানেন কি কুকুরের হাবভাব দেখেও ভবিষ্যত্ জানা যায়?

এ বার কুকুর নিয়ে কী লক্ষণ আছে তা দেখা যাক।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২২ জুলাই ২০১৮ ০০:০৫
Share:

প্রাচীন কাল থেকেই লক্ষণ শাস্ত্রের প্রচলন দেখা যায়। হাজার হাজার লোক এই শাস্ত্রকে পরীক্ষা করে দেখেছেন, বুঝেছেন। প্রাচীন গ্রন্থেও লক্ষণ শাস্ত্রের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এখানে এমনই কিছু প্রামাণ্য তথ্য পরিবেশিত হল। আপনিও এগুলি যাচাই করে দেখতে পারেন। প্রথমে একটি বিষয় অবশ্যই জানুন যে এই সকল লক্ষণ বা চিহ্নগুলি প্রাকৃতিক ভাবে ঘটছে, না জেনে বুঝে কেউ আপনার সঙ্গে মজা করছে। যেমন, হয়ত ঘর থেকে বের হচ্ছেন, এই সময় ইচ্ছা করে কেউ পেছন থেকে হাঁচল। এ ক্ষেত্রে এটিকে কিন্তু কোনও অশুভ লক্ষণ বোঝাবে না।

Advertisement

এ বার কুকুর নিয়ে কী লক্ষণ আছে তা দেখা যাক।

১। কোথাও যাওয়ার সময় আপনি যদি কোনও কুকুরকে নিজের শরীর চুলকাতে বা কান নাড়াতে দেখেন, তবে বুঝবেন যাত্রার মাধ্যমে আপনি সাফল্য পাবেন।

Advertisement

২। কোনও কুকুরের আচরণে যদি এক প্রকার বিচিত্র ভাব লক্ষ্য করেন তবে বুঝবেন প্রাকৃতিক কোনও উপদ্রব আসতে পারে।

৩। রাতে রাস্তায় কোনও কুকুর যদি কাঁদতে থাকে তবে বুঝতে হবে কোনও ব্যক্তির মৃত্যু হতে চলেছে।

৪। যাত্রার সময় মুখে করে খাবার নিয়ে কোনও কুকুরকে আসতে দেখলে বুঝবেন সাফল্য প্রাপ্তি ঘটতে পারে।

৫। যদি কোনও কুকুর আপনার বাম হাঁটু শুঁকতে থাকে তবে আপনার ধনলাভ হতে পারে।

৬। যাত্রাকালে অনেকগুলি কুকুর যদি নিজেদের মধ্যে লড়াই করতে থাকে, তবে বুঝবেন আপনার সঙ্গে কারও বিবাদ বাধতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন