কর্মস্থানে বদলির আশঙ্কা। সংসারের ব্যয় বাড়তে পারে।
সন্তানের ব্যপারে বাড়তি খরচ হতে পারে। মাসের মধ্যভাগে দরকারি কাজ সেরে রাখুন। কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলছে। শত্রুভয় বাড়তে পারে। কোনও সমস্যার সামাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন। শরীর খারাপের জন্য কাজের ক্ষতি। সন্তানের কোনও দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে। ব্যবসায় শুভযোগ। সঞ্চয় কম হবে। নতুন কোনও কাজের ব্যপারে মনে একটু ভয় দেখা দিতে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন। মাসের শেষ দিকে অর্থভাগ্য ভাল নয়।