নতুন জমি বা বাড়ি কেনার যোগ দেখা যাচ্ছে। শারীরিক যে সমস্ত রোগ শরীরে বাসা বেঁধেছিল তার অবসান হতে পারে।
ঈশ্বরে ভক্তি রেখে চলতে পারলে ব্যবসায় বেশ উন্নতি করতে পারবেন এবং চাকরির ক্ষেত্রেও বেশ ভাল যোগ দেখা যাচ্ছে। জীবনে নতুন বন্ধুর আগমন ঘটবে, তবে সেই মানুষটা কেমন হবে খুব ভাল ভাবে জেনে নিন। দূরে ভ্রমণ না-ও হতে পারে। গুরুজনদের জন্য নানা কাজে বাধা আসতে পারে। খুব কাছের কারও বিবাহের সংবাদ পেতে পারেন। অপ্রত্যাশিত ভাবে দরকারি কাজগুলো মিটিয়ে নিতে পারবেন। বছরের মধ্য ভাগে শেয়ারে বিনিয়োগ করার কথা ভাববেন না, তবে শেষ দিকে এক বার চেষ্টা করে দেখতে পারেন। ভাইয়ের সঙ্গে বাবার সম্পত্তি নিয়ে আলোচনা করতে পারেন, সম্পত্তি পাওয়ার আশা রাখতে পারেন। যদি কোনও প্রতিকূল অবস্থা আসে তা হলে তা সহজেই মিটিয়ে ফেলতে পারবেন, এর জন্য স্ত্রী খুবই সঙ্গ দেবে। লেখাপড়ার দিক থেকে দেখতে গেলে, বছরটা খুব একটা ভাল নয়, তবে চেষ্টা ছেড়ে দিলে চলবে না। সন্তানের চাকরি নিয়ে খুবই চিন্তিত ছিলেন, ২০২৬-এ সেই চিন্তা মিটে যাবে। বুদ্ধির ভুলে কোথাও ফেঁসে যেতে পারেন। বাড়িতে খুব বেশি অতিথি আগমনের ফলে কর্মে একটু ক্ষতি হতে পারে। শত্রুসংখ্যা বৃদ্ধি পেতে পারে, যার ফলে চিন্তা বৃদ্ধি পাবে। সব বিষয়ে মাথায় অতিরিক্ত চাপ নিতে যাবেন না, এতে মাথার কোনও সমস্যা হতে পারে।