যে কাজগুলো দীর্ঘ দিন ধরে আটকে ছিল, চলতি বছরে সেই সব কাজ সম্পূর্ণ হবে। দুই বন্ধু মিলে বিদেশভ্রমণের পরিকল্পনা করতে পারেন।
পরিবারের বিশেষ কোনও দায়িত্ব নিতে হতে পারে, তবে সেই দায়িত্ব পালন করতে গিয়ে নাজেহাল হবেন। অযাচিত ভাবেই অফিসে সকলের সঙ্গে দ্বন্দ্ব সৃষ্টি হতে পারে। চিকিৎসা বিষয়ে বিশেষ খেয়াল করতে হবে, ছোট কোনও রোগ অবহেলায় বিশাল আকৃতি নিতে পারে। কলেজের ছাত্র-ছাত্রীরা পড়াশোনার খুব ভাল ফল দেখতে পাবে। বছরের শুরুতে কোনও কাজ বিশেষ সফল হবে না, কিন্তু বছর এগোনোর সঙ্গে সঙ্গে এই বিষয়টা বদলাবে। আত্মীয়েরা আপনার কাছ থেকে উপকারের আশা করবেন, কিন্তু আপনি উপকার করতে সক্ষম হবেন না। ভাই-বোনদের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন। প্রেমজীবন বেশ ভালই কাটবে, তবে সহ্যশক্তি বাড়াতে হবে। বিবাহিতদের জন্য বছরটা ভাল-মন্দ মিশিয়ে কাটবে। বাবার বুদ্ধির জোরে ব্যবসায় সাফল্য দেখতে পাবেন। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ হওয়ার আলোচনা করতে পারেন। বাড়িঘর পুনরায় সাজানোয় খরচ বাড়তে পারে। সামাজিক কাজে উন্নতি করতে পারবেন। শরীরের যত্ন নেওয়া খুবই জরুরি। আইনি কোনও ঝঞ্ঝাট থাকলে, তা বছরের শুরুতেই মিটিয়ে নিন, শেষের দিকে জটিলতা বাড়তে পারে।