একগুয়েমি ভাব যদি ছাড়তে না পারেন, তা হলে সংসারে অশান্তি হতে পারে। মানসিকতা ঠিকঠাক রেখে চললে বছরটা আপনাকে খুবই আনন্দ দেবে।
পরিশ্রম একটু বেশি থাকবে, কিন্তু অলস হয়ে পড়লে চলবে না। মায়ের কথায় বিশেষ মনোযোগ দিতে হবে, যা ভবিষ্যতের জন্য খুবই ভাল হবে। বাড়িতে পোষ্য কিনলে বাড়ির পরিবেশে অনেকটা পার্থক্য লক্ষ করতে পারবেন। কাজে অগ্রগতি লক্ষ করা যাবে। দানধ্যানের দিকে উৎসাহ থাকবে, তাই ব্যয় একটু হলেও বেশি হবে। আর্থিক দিকে বিশেষ কোনও বাধা নেই, তবে সঞ্চয় নিয়েও তেমন কোনও ভাবনা হবে না। শেয়ারে বিনিয়োগের কথা ভাবতে পারেন। ভ্রমণযোগ রয়েছে, তবে জলপথে ভ্রমণের পরিকল্পনা বাতিল করাই ভাল হবে। যেচে উপকার করতে গিয়ে বদনামের ভাগ্য দেখা যাচ্ছে। চোখের সমস্যা সামান্য বৃদ্ধি পেলেই ডাক্তারের পরামর্শ নিন। প্রতিবেশীদের সঙ্গে বেশি মেলামেশা ক্ষতি ডেকে আনতে পারে। অফিসে দৃঢ়তা বজায় রাখতে পারলে উন্নতি নিশ্চিত। ঝুঁকিপূর্ণ কাজ করতে যাবেন না। ভাইয়ে ভাইয়ে শত্রুতা হতে পারে বলে দেখা যাচ্ছে। কারও অশান্তিতে মাথা গলাতে যাবেন না। শত্রুরা ক্ষতি করতে চাইলেও পারবে না।