পাওনা আদায় করতে গিয়ে নিজের মানুষদের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে। পারিবারিক দিকটা বছরের শুরুতে বেশ ভালই দেখা যাচ্ছে, তবে মধ্য ভাগে ঝামেলা সৃষ্টি হতে পারে, সতর্ক থাকতে হবে।
কেউ শান্তির পরিবেশকে নিয়ে হিংসা করতে পারে। ২০২৬-এ কোনও ভ্রমণের পরিকল্পনা বাতিল হতে পারে। কোনও এক সহকর্মী বিরোধিতা করবেন, যার ফলে অফিসের পরিবেশ নষ্ট হতে পারে। কোনও অচেনা মানুষ উপকার করবেন। পুরনো প্রেম জীবনে ফিরে আসতে পারে। নতুন প্রেমের সম্পর্ক বিবাহের রূপ নিতে পারে। অংশীদারি ব্যবসায় লাভের সম্ভাবনা থাকলেও, ঝামেলা হওয়ার যোগ দেখা যাচ্ছে। আইনি কোনও বিষয়, যা বহু দিন ধরে চলছে, তা মিটে যেতে পারে। উচ্চপদস্থ কোনও ব্যক্তির সাহায্যে কোনও কাজ মিটে যেতে পারে। প্রতিবেশীরা আড়ালে আপনাকে নিয়ে সমালোচনা করতে পারেন। ব্যক্তিগত সমস্যা কারও কাছে যেচে বলতে যাবেন না, এর ফল বিপরীত হতে পারে। শরীরচর্চার মধ্যে থাকলে খুব ভাল ফল পাবেন। এই বছরটা ভালই কাটবে, তবে নিজের জন্য কিছুটা সময় রাখতে হবে এবং বিশ্রাম নিতে হবে। জ্ঞানের পরিধি বাড়ানোর সুযোগ পাবেন। অন্যকে সাহায্য করতে গিয়ে একটু হলেও কর্মে ক্ষতি হতে পারে।