এই বছর মনের কথার উপর নির্ভর করে বেশি চলতে পারলে মোটামুটি উন্নতি কেউ আটকাতে পারবে না। অন্যের কথায় মাতলে পরিস্থিতি খুব খারাপ হতে পারে।
সন্তানের ক্ষেত্রে কোনও রকম বাধা নেই, তবে তাঁর পড়াশোনায় মনোযোগ অনেক বাড়াতে হবে। কর্মক্ষেত্রে উন্নতির পথ খুলে যেতে পারে। ব্যয় নিয়ে খুব একটা চিন্তা থাকবে না, তবে সঞ্চয় হবে সীমিত। স্বামী-স্ত্রীর মধ্যে বছরের শুরুতে কোনও সমস্যা থাকবে না, তবে মধ্য ভাগ থেকে কথায় একটু সংযত হওয়া প্রয়োজন। চলতি বছরে আপনার মধ্যে ভরপুর সৃজনশীলতা লক্ষ করা যাবে, যা আপনাকে বহু দূর এগোতে সাহায্য করবে। নতুন বাড়ি, গাড়ি হওয়ার যোগ রয়েছে। বিবাহের যোগ প্রবল রয়েছে, তবে বছরের শেষে বিবাহ খুবই মঙ্গলজনক হবে। যাঁরা ডিজ়াইনের কাজ করেন, তাঁদের জন্য বছরটা সোনায় মোড়ানো থাকবে। অতিথি সমাগম একটু বেশি থাকবে। বাবার সম্পত্তির ভাগ পেয়ে যেতে পারেন। এমন কোনও কাজ করবেন যার ফলে সমাজে স্বীকৃতি মিলবে। খাবারের প্রতি লোভ বেশি হবে। স্বাস্থ্য বেশ ভালই থাকবে, তবে মাঝেমধ্যে একটু ব্যথা-বেদনা বাড়তে পারে। ভ্রমণের জন্য বছরটা খুব একটা অনুকূল দেখা যাচ্ছে না। কাউকে যেচে পরামর্শ দিতে যাবেন না, এতে কোনও ক্ষতি হয়ে যেতে পারে। মায়ের শরীর যদি খারাপ থাকে, তবে তা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।