২০২৬-এর প্রথম দিকে ব্যবসার পরিবেশ বেশ অনুকূল থাকবে। মধ্য ভাগে কিছুটা প্রতিকূল পরিবেশের মুখোমুখি পড়তে হতে পারে।
ব্যক্তিগত জীবনে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না, অশান্তি চরমে উঠতে পারে। বন্ধুর জন্য যতই করুন না কেন, বন্ধুর মন জয় করতে পারবেন না। বিবাহের খবর আসতে পারে। খুব কাছের কেউ এমন ব্যবহার করবে, যার ফলে খুবই দুঃখ পাবেন। ব্যয়বহুল কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সকলের সঙ্গে আলোচনা করুন। বোধগম্যতাকে কাজে লাগিয়ে কর্মে উন্নতি করতে হবে। প্রসাধনীর ব্যবসা যাঁরা করেন তাঁদের জন্য বছরের প্রথম দিকটা বেশ অনুকূল। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন। আইনি কোনও কাজ করার থাকলে বছরের শুরুতে করতে যাবেন না, মধ্য ভাগে আইনি কাজ করা যেতে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির সঙ্গে ঝামেলায় না যাওয়াই ভাল হবে। বাইরে থেকে কোনও কর্মের সুযোগ আসলে হাতছাড়া করবেন না। বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কোনও কাজ হতে পারে। ব্যাঙ্ক, বিমার কাজে কোনও জটিলতা আসতে পারে, যা আপনাকে চিন্তায় ফেলতে পারে। খুব বেশি রাগ শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ মিটে যেতে পারে, যার ফলে স্বস্তি পাবেন।