সিংহ রাশি

Yearly Horoscope

আপনার এই বছর ২০২৬ সিংহ রাশি

সিংহ রাশির এই বছরটা, ২০২৬ কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১১:০৯
Share:

আপনার এই বছর

২০২৬

২০২৬-এর প্রথম দিকে ব্যবসার পরিবেশ বেশ অনুকূল থাকবে। মধ্য ভাগে কিছুটা প্রতিকূল পরিবেশের মুখোমুখি পড়তে হতে পারে।

ব্যক্তিগত জীবনে কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না, অশান্তি চরমে উঠতে পারে। বন্ধুর জন্য যতই করুন না কেন, বন্ধুর মন জয় করতে পারবেন না। বিবাহের খবর আসতে পারে। খুব কাছের কেউ এমন ব্যবহার করবে, যার ফলে খুবই দুঃখ পাবেন। ব্যয়বহুল কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের সকলের সঙ্গে আলোচনা করুন। বোধগম্যতাকে কাজে লাগিয়ে কর্মে উন্নতি করতে হবে। প্রসাধনীর ব্যবসা যাঁরা করেন তাঁদের জন্য বছরের প্রথম দিকটা বেশ অনুকূল। সন্তানের দিক থেকে কোনও সুখবর পেতে পারেন। আইনি কোনও কাজ করার থাকলে বছরের শুরুতে করতে যাবেন না, মধ্য ভাগে আইনি কাজ করা যেতে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির সঙ্গে ঝামেলায় না যাওয়াই ভাল হবে। বাইরে থেকে কোনও কর্মের সুযোগ আসলে হাতছাড়া করবেন না। বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন। বাড়িতে মাঙ্গলিক কোনও কাজ হতে পারে। ব্যাঙ্ক, বিমার কাজে কোনও জটিলতা আসতে পারে, যা আপনাকে চিন্তায় ফেলতে পারে। খুব বেশি রাগ শারীরিক অসুস্থতার কারণ হতে পারে। কোনও গুরুত্বপূর্ণ কাজ মিটে যেতে পারে, যার ফলে স্বস্তি পাবেন।

Advertisement

সম্পদ

২/৫

ব্যবসায় অর্থ নিয়ে একটু চাপ বাড়তে পারে। কিন্তু বুদ্ধি করে সেটা মিটিয়ে নিতে সক্ষম হবেন। পাওনা অর্থ আদায়ে একটু সুবিধা হওয়ার যোগ। বুদ্ধির ভুলে অর্থ নষ্ট।

পরিবার

৩/৫

পরিবারের সকল সদস্যদের সঙ্গে সারা বছরই আনন্দে দিন কাটবে। স্বামী-স্ত্রীর ভিতর ঝগড়া ও ভালবাসা মিলিয়ে-মিশিয়ে থাকবে। সন্তানের ব্যাপারে কোনও চিন্তা বাড়তে পারে।

সম্পর্ক

৪/৫

সম্পর্ক নিয়ে কোনও প্রকার চিন্তা বাড়তে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ বৃদ্ধি। নতুন কোনও সম্পর্ক খুব ভাল করে চিন্তাভাবনা করে ঠিক করুন।

পেশা

৩/৫

জীবিকার জন্য বাইরে যেতে হতে পারে। চাকরির স্থানে কোনও অশান্তি থেকে একটু দূরে থাকুন। ব্যবসার জন্য সময় মধ্যম প্রকার। বাড়তি কোনও ব্যবসা চিন্তা করে ঠিক করুন।

শুভ সংখ্যা

৭৩

শুভ দিক

পূর্ব

শুভ রত্ন

চুনি

শুভ রং

কমলা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement